সাঈদ মুহাম্মদ আনোয়ার, উখিয়া নিউজ ডটকম।
প্রকাশিত: ১১/১২/২০২৪ ৯:৫২ এএম
যারীন তাসনিম তাসিন,সহকারী কমিশনার (ভূমি) উখিয়া

কক্সবাজারের সীমান্ত উপজেলা উখিয়ার ৪১ বছরের ইতিহাসে প্রথম সহকারী কমিশনার (ভূমি) হিসেবে নিযুক্ত হয়ে প্রথম মাসেই নিজের দক্ষতা ও বিচক্ষতা এবং সফলতা দেখিয়েছেন। তিনি হলেন, ৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন।

৩০ অক্টোবর চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (রাজস্ব) তাহমিনা আকতার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে যারীন তাসনিম তাসিন’কে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে পদায়ন করা হয়। ১৯২৬ সালে উখিয়া থানা গঠিত হয় এবং ১৯৮৩ সালে থানাকে উপজেলায় রূপান্তরিত করা হয়।

আরও পড়ুন
উখিয়ার সাবেক ইউএনও’র দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করলেন এসিল্যান্ড

উপজেলা হওয়ার ৪১ বছর পর এই প্রথম কোনো নারী হিসেবে লালমনিরহাট জেলার বাসিন্দা যারীন তাসনিম তাসিন চলতি বছরের ১০ নভেম্বর উখিয়ার এসিল্যান্ডের চেয়ারে আসীন হন। সেই সাথে বিসিএস (প্রশাসন) ক্যাডার পদে মাঠ পর্যায়ে অনুষ্ঠানিক কাজ শুরু করেন। সহকারী কমিশনার (ভূমি) যোগদানের ৩ দিন পরই থেকে অতিরিক্ত দায়িত্ব হিসাবে তিনি ভারপ্রাপ্ত উপজেলার নির্বাহী কর্মকর্তা হিসাবে দায়িত্ব গ্রহণ করেন। ফলে উখিয়া থেকে সদ্য বিদায় নেওয়া সহকারী কমিশনার (ভূমি) সালেহ আহমদ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেনের বদলী জনিত কারনে শূন্য হওয়া উপজেলা প্রশাসনের সর্বোচ্চ ২ টি গুরুত্বপূর্ণ পদ একসাথে অত্যন্ত দক্ষতা ও বিচক্ষণতা এবং সফলতার সাথে টানা ৩০ দিন দায়িত্ব পালন করেছেন।

আজ ১০ ডিসেম্বর অনুষ্ঠানিক ভাবে লামা উপজেলা থেকে বদলী হয়ে যোগদান করা ব্যাপক চৌকস ও বিচক্ষণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হোসেন চৌধুরী’র কাছে ইউএনও’র দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে হস্তান্তর করেন যারীন তাসনিম তাসিন। উখিয়ার সচেতন মহলের অনেকের আশংকা ছিল দেশের চলমান বিরাজমান অবস্থায় কক্সবাজারের বিশেষায়িত উপজেলা হিসাবে খ্যাত উখিয়ায় সার্বিক পরিস্থিতি একজন নারী অফিসার কিভাবে সামাল দিবেন এবং দাপ্তরিক কাজ পরিচালনা করবেন ? তাও আবার উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ ২ টি পদের। সচেতন মহলের সে আশংকা কে মিথ্যা প্রমানিত করে টানা ৩০ দিন সাহসিকতার সহিত দায়িত্ব পালন করে সর্বমহলে প্রশংসায় ভাসছে উখিয়ার সহকারী কমিশনার (ভূমি) যারীন তাসনিম তাসিন।

৩৮ তম বিসিএসের (প্রশাসন) কর্মকর্তা যারীন তাসনিম তাসিন ইতিপূর্বে সিলেট জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস, কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে ৩ মাস ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ে ৪ মাস অফিসিয়াল পর্যায়ে দায়িত্বপালন করে প্রথমবারের মতো মাঠ পর্যায়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পদায়িত হন।

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...

রোহিঙ্গা সংকটে ক্ষতিগ্রস্তদের জীবিকায় নতুন মার্কিন উদ্যোগ

কক্সবাজার এবং পার্বত্য চট্টগ্রামে রোহিঙ্গা শরণার্থী সংকটে ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জীবিকা ও জীবনমান উন্নত করার লক্ষ্যে ...

উখিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বেকারিসহ ৩ প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

কক্সবাজারের উখিয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে মোট ...