ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০২/২০২৫ ১০:৫৪ পিএম

কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে ২টি অবৈধ ইটভাটায় ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১০ ফেব্রুয়ারী) দুপুরে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নে ১টি রত্নাপালং ইউনিয়নে ১টি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হোসেন চৌধুরী৷

নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি বলেন, উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে এবিপি ব্রিকিসের মালিক আব্দুল গফুর ও গিয়াস উদ্দিন চৌধুরীকে ২ লাখ টাকা অর্থদণ্ড এবং রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া এলাকার এইচকেবি ব্রিকস মালিক কে ১ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া করা হয়৷
তিনি আরও বলেন, গত রবিবারও ২টি অবৈধ ইটভাটার মালিক কে ১ লাখ টাকা জরিমানা করা হয়৷ উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে গড়ে উঠা ইট ভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চললাম থাকবে৷

উক্ত অভিযানে উপস্থিত ছিলেন, উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো শাহিনুর রহমান, উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মকর্তা, বিট কর্মকর্তা বিকাশ দাশ, উখিয়া থানা পুলিশ ও আনসার সদস্য সহ প্রমুখ।

চাঞ্চল্যকর তথ্য : সেনাপ্রধান বুকে পাথরচাপা দিয়ে ড. ইউনূসকে মেনে নিয়েছিলেন: আসিফ

পাঠকের মতামত

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর উখিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বনবিভাগ

উখিয়া নিউজ ডটকমে সংবাদ প্রকাশের পর কক্সবাজার দক্ষিণ বনবিভাগের উখিয়া রেঞ্জের উখিয়া সদর বিটের বনভূমি ...