প্রকাশিত: ০৪/০৭/২০১৬ ১০:৩৭ এএম
ডেস্ক রিপোর্ট ::
বায়ু দেশের ওপর সক্রিয় থাকায় ঈদের দিন দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টি এবং ঢাকায় সামান্য ছিটেফোঁটা হালকা বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী বুধবার ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। আর ৩০ রোজা পূর্ণ হলে ঈদ হবে পরের দিন বৃহস্পতিবার। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে বলে পূর্বাভাসে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

অধিদপ্তরের আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বুধবার সারাদেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এর মধ্যে দক্ষিণাঞ্চলে ভারি এবং ঢাকায় ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। মৌসুমি বায়ু সক্রিয়তার কারণেই দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি এবং কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

পাঠকের মতামত

উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে লার্নিং অ্যান্ড শেয়ারিং অনুষ্ঠান সম্পন্ন

কক্সবাজারের উখিয়ায় পিছিয়ে পড়া নারীদের নিয়ে “রোহিঙ্গা এবং বাংলাদেশে আশ্রয়দাতা সম্প্রদায়ের জন্য মানবিক সহায়তা” শীর্ষক ...