প্রকাশিত: ০৮/০৭/২০১৭ ৭:৫৬ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:০৬ পিএম

বানারীপাড়া উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের শাখারিয়া বাজার থেকে বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার পুলিশ কনস্টেবল কাম কম্পিউটার অপারেটর মেহেদী হাসানকে ২৯ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে। শুক্রবার রাত সোয়া ১০টার দিকে তাকে বানারীপাড়া থানা পুলিশ আটক করে।

মেহেদী হাসান বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের মুশুরিয়া গ্রামের মৃত আইউব আলী আকনের ছেলে। মেহেদী হাসানের কনস্টেবল নম্বর ৮৪০।

অভিযানে নেতৃত্ব দেয়া বানারীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন জানান, শাখারিয়া গ্রামের আলী হোসেন মোল্লার মুদি দোকানের সামনে মাদক বেচা-কেনা হচ্ছে, এমন সংবাদ পেয়ে তার নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এসময় পুলিশের পোশাকে মেহেদী হাসানকে মাদক বেচা কেনায় দেখা যায়। থানা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে আটক করে দেহ তল্লাশি করলে ২৯ পিস ইয়াবা পাওয়া যায়।

ওসি মো. সাজ্জাদ হোসেন আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান পুলিশের চাকরির আড়ালে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্ততি চলছে।

পাঠকের মতামত

রামু সহিংসতার ১২ বছর আজ

মামলায় আসামী করা হয় বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের, প্রত্যাহারের দাবি রামু সহিংসতার ১২ বছর আজ। ঘটনার পর ...

ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে মিয়ানমারের ১২০ সেনা ও সীমান্তরক্ষী সদস্যকে

দুই দেশের দূতাবাসের প্রচেষ্টায় বাংলাদেশ ও মিয়ানমারের নাগরিকদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া অব্যাহত ...