প্রকাশিত: ০৩/০৯/২০১৯ ৩:৪৫ পিএম

টেকনাফ প্রতিনিধি::
টেকনাফের হাবিব পাড়া এলাকা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড সদস্যরা। সোমবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার দুপুর পৌনে ১ টার দিকে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ স্টেশনে লে. কমান্ডার সোহেল রানা এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

আটকৃতরা হলেন- ওই এলাকার মৃত আব্দুল মুন্নাফের ছেলে মো. ইমাম হোসেন (৩৫) ও একই এলাকার মো. আইয়ুবের ছেলে মো. হারুন (২৪)।

লে. কমান্ডার সোহেল রানা জানান, মাদক ইয়াবা আদান প্রদান হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফের সাবরাং বাজার থেকে প্রায় এক কি: মিঃ দক্ষিণে হাবিব পাড়া এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয় কোস্টগার্ড সদস্যর। এসময় ইমাম হোসেন নামক এক মাদক কারবারি ইয়াবা বিক্রি করতে হাবির পাড়া মেইন রাস্তায় আসলে কোস্টগার্ড সদস্যরা তাকে আটক করতে গেলে তার সহযোগীরা কোস্টগাডের উপর হামলা চালায়। তবে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ১০ হাজার পিস ইয়াবাসহ ইমাম হোসেনকে আটক করা হয়। পরে একই এলাকার হারুনের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়।

তিনি আরো বলেন, উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য কোটি টাকা। উদ্ধার ইয়াবাসহ আটক দুই মাদককারবারীদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে।

পাঠকের মতামত

খেলাভিত্তিক শিক্ষায় ব্র্যাকের তথ্য বিনিময় অনুষ্ঠান

শিশুদের খেলাভিত্তিক শেখা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা ও মনোসামাজিক বিকাশ নিশ্চিতে ব্র্যাক শিক্ষা কর্মসূচির উদ্যোগে অনুষ্ঠিত হলো ...

১২ ফেব্রুয়ারি ভোট শেষ না হওয়া পর্যন্ত অনুমতি ছাড়া ওয়াজ মাহফিল নিষিদ্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) ধর্মীয় প্রচার কার্যক্রমে নিয়ন্ত্রণ আরোপ করেছে। ...