প্রকাশিত: ২৬/০১/২০১৭ ৬:২৬ এএম , আপডেট: ২৬/০১/২০১৭ ৬:২৭ এএম

নিজস্ব প্রতিবেদক::

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে ৬ সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়েছে। সদস্যদের নামের তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে বঙ্গভবন। বুধবার দুপুরে এ তালিকা পাঠানো হয়েছে। আজ এ বিষয়ে গেজেট প্রকাশ করার কথা রয়েছে।

বুধবার দুপুরে বঙ্গভবন থেকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠানো হয়েছে। তবে চিঠিতে কাদের নাম পাঠানো হয়েছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন সাংবাদিকদের জানান, ছয় সদস্যের সার্চ কমিটি গঠন সংক্রান্ত চিঠি বঙ্গভবন থেকে মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে।

এ কমিটির সাচিবিক দায়িত্ব পালন করবে মন্ত্রিপরিষদ বিভাগ। নতুন কমিশন গঠন নিয়ে গত ১৮ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ মোট ৩১টি রাজনৈতিক দলের সঙ্গে রাষ্ট্রপতি আলোচনা করেন। রাষ্ট্রপতির কার্যালয় সূত্র জানায়, রাষ্ট্রপতি রাজনৈতিক দলগুলোর দেয়া প্রস্তাবগুলো যাচাই-বাছাই করে সার্চ কমিটি করার বিষয়ে সিদ্ধান্ত নেন। সময়ের অভাবে এবার নির্বাচন কমিশন গঠনে আইন প্রণয়ন বা অধ্যাদেশ জারি করছেন না রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি একটি আইনের অধীনে ইসি গঠন করবেন বলে সংবিধানে বলা হলেও সেই আইন এখনও হয়নি। আগের রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের পর একটি সার্চ কমিটি গঠনের মধ্য দিয়ে মনোনীতদের নামের তালিকা থেকে নতুন নির্বাচন কমিশনার নিয়োগ দিয়েছিলেন।

তখন বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার সদস্যের সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে দু’জনের নাম প্রস্তাব করেছিল। তার মধ্য থেকে বেছে নেয়া হয়েছিল সাবেক আমলা কাজী রকিবউদ্দীনকে। সার্চ কমিটির প্রস্তাব করা ১০টি নাম থেকে নির্বাচন কমিশনার হিসেবে ৫ জনকে বেছে নেয়া হয়েছিল। কাজী রকিবউদ্দীনের নেতৃত্বাধীন ইসি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মেয়াদ শেষ করবে। এরপর পাঁচ বছর মেয়াদি অনধিক পাঁচজন নিয়ে নতুন ইসি গঠন করা হবে।

পাঠকের মতামত

সৌদি কোম্পানি মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনায় আগ্রহী

সৌদি মালিকানাধীন বন্দর পরিচালনাকারী কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর পরিচালনার আগ্রহ ...