প্রকাশিত: ১৩/০৯/২০১৬ ৬:২০ পিএম

89488_1নিউজ ডেস্ক::

রাষ্ট্রপতি আবদুল হামিদ আজ দেশবাসী ও মুসলিম উম্মাহকে পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে তাঁর আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, ইসলাম হচ্ছে একটি শান্তির ধর্ম।

তিনি সবাইকে ধর্মের অপব্যাখ্যাকারীদের বিরুদ্ধে সতর্ক থাকার আহবান জানিয়ে বলেন, যাতে কেউ ধর্মের অপব্যাখ্যা করে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেজন্য সতর্ক থাকতে হবে।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি আজ সকালে বঙ্গভবনে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন- ‘কোনো ধর্মই জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ সমর্থন করে না। সকল ধর্মের প্রধান বার্তা হচ্ছে, জনগণের কল্যাণ নিশ্চিত করা।’

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদ-উল-আজহার মূল তাৎপর্য থেকে সামাজিক ও ব্যক্তিজীবনে শিক্ষা গ্রহণের আহবান জানান।

তিনি বলেন, ‘আমরা সবাই ঈদ-উল-আজহার অন্তর্নিহিত তাৎপর্য অনুধাবনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও সহিষ্ণু সমাজ গড়ে তুলতে পারি। এ জন্য ধৈর্য ও আত্মাত্যাগের মানসিকতায় উদ্বুদ্ধ হতে হবে।’

আবদুল হামিদ বলেন, বাংলাদেশ বিশ্বে সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য উদাহরণ এবং এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে তাদের ধর্ম অনুশীলন করছে। যা বাংলাদেশের একটি অসাধারণ ঐতিহ্য।

তিনি বলেন, ‘জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে সঠিকভাবে ঈদ-উল-আজহার শিক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য নিজেদের সামাজিক ও ব্যক্তিজীবনে অনুসরণ করতে হবে।’

ঈদ-উল-আজহা উপলক্ষে রাষ্ট্রপতি সবার সুখ ও সমৃদ্ধি কামনা করে শুভেচ্ছা জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম, সরকারি শীর্ষ কর্মকর্তা, সুশীল সমাজ এবং বিদেশী কূটনীতিকদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন।

স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সংবর্ধনায় অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সুপ্রিম কোর্টের বিচারপতিগণ, সংসদ সদস্যবৃন্দ, তিন বাহিনীর প্রধানগণ, সম্পাদক, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যগণ, শিক্ষাবিদ, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিগণ, সিনিয়র সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি, ধর্মীয় ব্যক্তিত্ব, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তাগণ সংবর্ধনায় যোগ দেন।বাংলাদেশে অবস্থানরত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং হাইকমিশনার ও আন্তর্জাতিক সংস্থার প্রধানগণ সংবর্ধনায় অংশ নেন।রাষ্ট্রপতি আবদুল হামিদ অতিথিদের অভ্যর্থনা জানান, তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের সমৃদ্ধ জীবন কামনা করেন।

পাঠকের মতামত

কক্সবাজারে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু, দৈনিক উৎপাদন ৩০ মেগাওয়াট

কক্সবাজার সদর উপজেলার বাঁকখালী নদীর খুরুশকুল উপকূলে বায়ুবিদ্যুৎকেন্দ্র চালু হয়েছেছবি: প্রথম আলো কক্সবাজার সদর উপজেলার ...

রোহিঙ্গা ক্যাম্পে টার্গেট কিলিং!

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে চলছে ‘টার্গেট কিলিং’। ক্যাম্পে আধিপত্য বিস্তার, মাদক ব্যবসা, চাঁদাবাজিসহ নানা অপরাধ কর্মকাণ্ড ...

জান্নাতুলকে খুনের কথা আদালতে স্বীকার করলেন কক্সবাজারের রেজা

রাজধানীর পান্থপথে আবাসিক হোটেলে চিকিৎসক জান্নাতুল নাঈম সিদ্দিকা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন ...

খাদ্য সংকটে সেন্টমার্টিন

হেলাল উদ্দিন সাগর :: বৈরী আবহাওয়ার কারণে গত এক সপ্তাহ ধরে দেশের একমাত্র প্রবালদ্বীপ সেন্টমার্টিন ...