ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৪/২০২৩ ৩:৩৪ এএম

কক্সবাজারে ৩ লাখ ইয়াবা পাচারের মামলায় ৬ পাচারকারীকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা আদালত। একই সঙ্গে দণ্ডিতদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ২ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ এপ্রিল) কক্সবাজারের অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক (ভা.) নিশাত সুলতানা এ রায় ঘোষণা করেন। একই আদালতের বেঞ্চ সহকারী দেলোয়ার হোসাইন এ তথ্য জানিয়েছেন।

দণ্ডিতরা হলেন- চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ছনুয়া গ্রামের আবুল কাসেমের ছেলে আলম প্রকাশ চলনদার, নুরুল আলমের ছেলে নাছির উদ্দিন, মফিজের ছেলে জসিম, সাইফুল হকের ছেলে কলিম উল্লাহ, সুফি আলমের ছেলে হোসেন এবং একই উপজেলার শেখেরখীল গ্রামের মঞ্জুর আলমের ছেলে কামাল। রায় ঘোষণার সময় দণ্ডিত আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।

রাষ্ট্র পক্ষে একই আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মোজাফফর আহমদ হেলালী এবং দণ্ডিত আসামিদের পক্ষে অ্যাডভোকেট জাহেদ চৌধুরী মামলাটি পরিচালনা করেন।

পাঠকের মতামত

কক্সবাজার-৪ আসনে ৪ প্রার্থীর মনোনয়ন বৈধ, ১ জনের স্থগিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া–টেকনাফ) আসনের সংসদ সদস্য প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন হয়েছে। ...

কক্সবাজারের ৪ আসনে ১৮ জনের মনোনয়ন বৈধ, জামায়াত প্রার্থীসহ ৫ জনের বাতিল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কক্সবাজারের দুইটি আসনে মনোনয়ন যাচাই-বাছাইয়ে উত্তীর্ণ হয়েছেন ১০ প্রার্থী, বাতিল ...