উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১৫/০৪/২০২৩ ৫:৩১ পিএম

কক্সবাজার ও বান্দরবানে পৃথক অভিযান চালিয়ে ৩ লাখ ৫০ হাজার ইয়াবা ও ২ লাখ ৮৩ হাজার টাকাসহ ২ নারী ও ৩ পুরুষকে আটক করেছে র‍্যাব-১৫।

শনিবার (১৫ এপ্রিল) দুপুরে কক্সবাজার র‍্যাব-১৫ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন অধিনায়ক লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন। এর আগে শুক্রবার অভিযান চালিয়ে মাদকসহ ৫ কারবারিকে আটক করা হয়।

আটক ব্যাক্তিরা হলেন- আবু হানিফ (৩৬), নূর মোহাম্মদ (২) আক্তার কামাল (৪৫), গোলাব জান (৫৫) ও নাসিমা আক্তার (২১)।

লে. কর্নেল সাইফুল ইসলাম সুমন বলেন, ৩টি পৃথক ঘটনায় এসব মাদক কারবারিদের ইয়াবা ও টাকাসহ আটক করা হয়।

শুক্রবার কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে একটি কালো রঙের কেবিন পিকআপ থেকে ৩ লাখ পিস ইয়াবা ও ২২ হাজার টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় গাড়িচালক আবু হানিফকে (৩৬) আটক করা হয়।

বান্দরবান জেলার নাইক্ষ্যাংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজোনাইয়া এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ নূর মোহাম্মদ (৪২) ও আক্তার কামাল (৪৫) নামে দুইজনকে আটক করা হয়।

শুক্রবার রাতে কক্সবাজার সদরের খরুলিয়া ইউনিয়নের নয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা ও ইয়াবা বিক্রির নগদ ২ লাখ ৬১ হাজার ৬০০ টাকাসহ আরও দুইজন নারীকে (মা ও মেয়ে) আটক করা হয়।

জব্দ করা মাদক, টাকা ও আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

ব্যবসায়ীদের ভোটযুদ্ধে জামায়াতের উত্থান, পেছনে বিএনপি

দক্ষিণ কক্সবাজারের অন্যতম বৃহৎ বাণিজ্যিক কেন্দ্র কোর্টবাজার দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ...