প্রকাশিত: ০৬/০৮/২০১৮ ৯:১৭ এএম , আপডেট: ১৬/০৮/২০১৮ ১১:৪৪ পিএম

অনলাইন ডেস্ক- ইন্দোনেশিয়ার লম্বক দ্বীপে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৮২ জন প্রাণ হারিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জরুরি দায়িত্বে নিয়োজিত কর্মকর্তারা এমনটাই জানাচ্ছেন। শত শত মানুষ ভূমিকম্পে আহত হয়েছে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর।

৭ মাত্রার ভূমিকম্পটির ফলে হাজার হাজার ইমারত ভেঙে পড়েছে এবং বন্ধ হয়ে গেছে বিদ্যুৎ যোগাযোগ।

ভিডিওতে দেখা যায় রোববার পার্শ্ববর্তী দ্বীপে আতঙ্কে লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে ছুটতে থাকে। পর্যটকদের কাছে জনপ্রিয় লম্বক দ্বীপে এক সপ্তাহ আগে আরেকটি ভূমিকম্প আঘাত হানলে ১৬ জন নিহত হয়।

মাতারাম সিটি হাসপাতালের পার্কিং-এ রোগীদের ভীড়।মাতারাম সিটি হাসপাতালের পার্কিং-এ রোগীদের ভীড়।
ভূমিকম্পের পরে হাসপাতালের বাইরে রোগীদের রাস্তায় চিকিৎসা দেয়া হচ্ছে।ভূমিকম্পের পরে হাসপাতালের বাইরে রোগীদের রাস্তায় চিকিৎসা দেয়া হচ্ছে।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানায়, সর্বশেষ ভূ-কম্পন ভূ-গর্ভের ১০ কিলোমিটার নিচে এর কেন্দ্র ছিল। ভূমিকম্পের পরপরই সুনামি সতর্কতা জারি করা হয়ে তবে কয়েক ঘণ্টা পর তা তুলে নেয়া হয়।

লম্বক এবং বালির রাস্তায় রাস্তায় ভেঙে পড়া বাড়ি ঘরের ধ্বংসাবশেষ যা সাধারণ মানুষকে পরিস্কারের কাজে নেমে পড়তে দেখা যায়।

নিরাপত্তা বিষয়ক এক সম্মেলনে যোগ দিতে যাওয়া সিঙ্গাপুরের স্বরাষ্ট্রমন্ত্রঢী কে. শানমুগাম ভূমিকম্পের সময় লম্বকে ছিলেন।

ফেসবুকে এক পোস্টে তিনি লিখেছেন, যেভাবে তার হোটেল ক্ষতি কাঁপছিল দাড়িয়ে থাকাটা রীতিমত অসম্ভব মনে হচ্ছিল।

মার্কিন জিওলজিক্যাল বিভাগ বলছে এই ভূমিকম্পটি ছিল ৭ মাত্রারমার্কিন জিওলজিক্যাল বিভাগ বলছে এই ভূমিকম্পটি ছিল ৭ মাত্রার

অল্প কিছু ক্ষয়-ক্ষতি হলেও বালি এবং লম্বক দুই দ্বীপের বিমানবন্দরই স্বাভাবিক কার্যক্রম চলছে।

ইন্দোনেশিয়ায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে কারণ এটি ‘রিং অব ফায়ার’এর ওপর অবস্থিত। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ঘন ঘন ভূকম্পন এবং আগ্নেয়গিরির অগ্নুৎপাত দেখা যায়।

সমুদ্রপৃষ্ঠের ওপরে বিশ্বের অর্ধেকের বেশি সক্রিয় আগ্নেয়গিরিগুলোর এই রিং-এ রয়েছে।

এই শপিং মলটির মতো অ।রও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছেএই শপিং মলটির মতো অ।রও অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে
রাস্তায় পরিস্কারের চেষ্টা চলছে।রাস্তায় পরিস্কারের চেষ্টা চলছে।

পাঠকের মতামত

মিয়ানমার জান্তা ঘনিষ্ঠদের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

মিয়ানমারের সামরিক জান্তাঘনিষ্ঠ চার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন অর্থ ...

বিশ্বজুড়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের ব্ল্যাকলিস্ট, তালিকায় এক ডজন দেশ

সাম্প্রতিক সময়ে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য বিশ্বজুড়ে ভ্রমণ ও ভিসা পাওয়া আগের চেয়ে অনেক বেশি কঠিন ...

রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশ ও মিয়ানমারের উদ্যোগকে স্বাগত জানিয়েছে আসিয়ান

রাখাইন রাজ্যে শান্তি ও স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠার প্রচেষ্টায় মিয়ানমারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে আসিয়ান পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি ...

ফিলিস্তিনপন্থি গ্রুপকে নিষিদ্ধ করার পক্ষে ভোট দিয়েছেন টিউলিপ

যুক্তরাজ্যের পার্লামেন্টে প্রো-প্যালেস্টাইন কর্মসূচির সংগঠন ‘প্যালেস্টাইন অ্যাকশন’কে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করে নিষিদ্ধ করার প্রস্তাবে ...