উখিয়া-টেকনাফ আসনে জামায়াত প্রার্থীর গণসংযোগ
কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনে জামায়াত ইসলামীর মনোনীত প্রার্থী এবং কক্সবাজার জেলা জামায়াতের আমির মাওলানা নুর আহমদ ...
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম থেকে বেড়াতে এসে ইনানী সৈকতে নিখোঁজ হওয়া ইবতেহাল ওমর নিহাল (৬) নামে শিশুকে উদ্ধার মায়ের কাছে ফিরিয়ে দিলেন দায়িত্বরত টুরিস্ট পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম শহরের মাদারবাড়ি বাদশা কলনিতে বসবাসরত নাসিমা বেগমের ছেলে ইবতেহাল ওমর নিহাল ইনানী সৈকতে হারিয় যায়। ঘটনাটি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। ট্যুরিস্ট পুলিশ সৈকতে খোঁজ করে শিশুকে উদ্ধার করেন। এএসআই নিউটন কর্মকার ও বীচকর্মী বেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় শিশুটির খোঁজ মিলে। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।
পাঠকের মতামত