প্রকাশিত: ২১/০১/২০১৭ ১০:০১ পিএম

নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম থেকে বেড়াতে এসে ইনানী সৈকতে নিখোঁজ হওয়া ইবতেহাল ওমর নিহাল (৬) নামে শিশুকে উদ্ধার মায়ের কাছে ফিরিয়ে দিলেন দায়িত্বরত টুরিস্ট পুলিশ।
জানা যায়, চট্টগ্রাম শহরের মাদারবাড়ি বাদশা কলনিতে বসবাসরত নাসিমা বেগমের ছেলে ইবতেহাল ওমর নিহাল ইনানী সৈকতে হারিয় যায়। ঘটনাটি ট্যুরিস্ট পুলিশকে অবহিত করেন। ট্যুরিস্ট পুলিশ সৈকতে খোঁজ করে শিশুকে উদ্ধার করেন। এএসআই নিউটন কর্মকার ও বীচকর্মী বেলাল উদ্দিনের সার্বিক সহযোগিতায় শিশুটির খোঁজ মিলে। পরে শিশুটিকে তার মায়ের কাছে হস্তান্তর করা হয়।

পাঠকের মতামত

রেঙ্গুন থেকে রোহিঙ্গা ক্যাম্প: মাদক কারবারী শালা দুলাভাইয়ের আধিপত্য

প্রতিবেশী দেশ মিয়ানমারের পুরাতন রাজধানী রেঙ্গুনে (বর্তমানে ইয়াঙ্গুন নামে পরিচিত) বাস করেন রোহিঙ্গা যুবক মোহাম্মদ ...

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক উন্নয়ন প্রকল্প একনেকে অনুমোদন

কর্ণফুলী টানেলের আনোয়ারা প্রান্ত থেকে চট্টগ্রাম–কক্সবাজার জাতীয় মহাসড়কের গাছবাড়িয়া পর্যন্ত সংযোগ সড়ক জেড-১০৪০ উন্নয়ন প্রকল্প ...