ডেস্ক নিউজ
প্রকাশিত: ১০/০৬/২০২৫ ৬:৪০ পিএম

উখিয়ার ইনানী সমুদ্র সৈকতে নিখোঁজ রোহিঙ্গা শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১০ জুন) সকাল ১০ টার দিকে উখিয়ার সোনারপাড়ার রেজুখালের মোহনা থেকে তার লাশ উদ্ধার করা হয় বলে জানান ইনানী পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক দূর্জয় সরকার।

দূর্জয় সরকার বলেন, নিহত শিশুর নাম শফর আলী (১২), সে বালুখালীর ক্যাম্প-৯ এর সি-১৫ ব্লকের রুহুল আমিনের ছেলে।

নিহত শিশুর পরিবার বলছে, গতকাল মঙ্গলবার সকালে বন্ধুদের সাথে ইনানী বীচে ঘুরতে যায় শফর আলী, সমুদ্র সৈকতে বন্ধুদের সাথে গোসলের সময় সাগরে ভেসে যায় শিশুটি।

এরপর স্থানীয় বাসিন্দারা ও তাঁর পরিবারের সদস্যরা মিলে সৈকতের বিভিন্ন পয়েন্টে খোঁজাখুজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে আজকে সকাল ১০ টার দিকে সোনারপাড়ার রেজু মোহনায় তাঁর মরদেহ ভেসে আসে।

এদিকে নিহত শিশুর মা আনোয়ারা বেগম জানান, সৈকতে ঘুরতে যাবে বলে গতকাল মঙ্গলবার সকালে বাড়ি থেকে বের হয় শিশু শফর আলী, পরে বন্ধুদের মাধ্যমে খবর পায় সে গোসল করতে গিয়ে সাগরে ভেসে গেছে, এরপর তাঁকে খুঁজে কোথাও না পেয়ে দিশেহারা হয়ে যায় মা, সকালেই খবর আসে তাঁর মরদেহ ভেসে আসার, এরপর পরিবার ও পুলিশের সদস্যরা মিলে লাশ উদ্ধার করে।

পাঠকের মতামত

পাহাড়ে ঝর্ণা দেখতে গিয়ে পানির স্রোতে ভেসে গেল উখিয়ার মেহরাব

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের পাহাড়ি এলাকায় অবস্থিত ফাত্রাঝিড়ি ঝর্ণা দেখতে গিয়ে পানির প্রবল স্রোতে ...