প্রকাশিত: ২৭/০৮/২০১৭ ৮:০২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ২:৩১ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের রাখাইনের রোহিঙ্গা মোক্তার হোসেন। তিনি টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন। সীমান্ত পার হওয়ার সময় মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশ-বিজিপির হাতে গুলিবিদ্ধ হন। তবে শেষ পর্যন্ত কোনোমতে পালিয়ে বাংলাদেশে আসতে সক্ষম হন তিনি। মোক্তার হোসেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি বিভাগে গেলে কর্তব্যরত পুলিশ অফিসার সার্জেন্ট জহিরুল হক তাকে পুলিশের জিম্মায় চিকিৎসার ব্যবস্থা করেন।

তিনি বর্তমানে গুলিবিদ্ধ অবস্থায় মেডিকেলের চতুর্থ তলায় ২৪ নম্বর ওয়ার্ডে পুলিশ হেফাজতে রয়েছেন।

পুলিশ জানায়, মোক্তার হোসেনের বিরুদ্ধে এখনো আইনগত কোনো ব্যবস্থা নেয়া হয়নি। এই ব্যাপারে উচ্চপদস্থ কর্মকর্তারা সিদ্ধান্ত নেবেন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

অন্যদিকে রোহিঙ্গাদের উপর বিভীষিকাময় নির্যাতনের বর্ণনা দেন মোক্তার হোসেন। তিনি বলেন, ‘মিলিটারি মুসলমানোর ঘুর বেইজ্ঞুন জ্বালাই ফেলার। মগ অক্কল আরারে অত্যাচার গরের, আরার মা-বইনেরে বেইজ্জতি গরের (সেনারা মুসলিমদের সব ঘর জ্বালিয়ে দিচ্ছে। বার্মিজরা আমাদের অত্যাচার করছে, আমাদের মা-বোনদের পাশবিক নির্যাতন করছে)।’

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা পুলিশ পোস্ট ও সীমান্ত চৌকিতে হামলা চালালে বৃহস্পতিবার মধ্যরাত থেকে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ শুরু হয়। এতে ৭৭ রোহিঙ্গা এবং নিরাপত্তা বাহিনীর ১২ সদস্য নিহত হন।

এরপর নিরাপত্তা বাহিনী সদস্যরা অভিযান শুরু করলে প্রাণ বাঁচাতে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করেন নারী-শিশুসহ কয়েক হাজার রোহিঙ্গা মুসলিম। তবে তাদের প্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি। পরিবর্তন

পাঠকের মতামত

মিয়ানমারের আরেক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহীদের দখলে

মিয়ানমারের বিদ্রোহীরা দেশটির আরও একটি গুরুত্বপূর্ণ শহরের দখল নিয়েছে। মিয়ানমারের জান্তাবিরোধী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী তা’আং ...

চট্টগ্রাম-কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতির দাবি

চট্টগ্রাম–কক্সবাজার ও দূরপাল্লার ট্রেন পটিয়া স্টেশনে যাত্রা বিরতিসহ বিভিন্ন দাবিতে রেলমন্ত্রী জিল্লুল হাকিমকে স্মারকলিপি দিয়েছেন ...