হুমায়ুন কবির জুশান, উখিয়া নিউজ ডটকম
প্রকাশিত: ০২/০৪/২০২৫ ১১:১৪ পিএম

উখিয়া উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান কেন্দ্রীয় নেতার গুরুত্বপূর্ণ বক্তব্যের মাধ্যমে এক বিশেষ রাজনৈতিক সভায় পরিণত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ শাহজাহান। তিনি দলীয় কৌশল, জাতীয় নির্বাচন ও আন্তর্জাতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ২ এপ্রিল বিকেল ৫টায় উখিয়া সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল ফজল। সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সোলতান আহমদ । প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ শাহজাহান বলেন, “আমি নির্বাচন করি না, আমি এমপি বানাতে বেশি পছন্দ করি।” তার এই বক্তব্য উপস্থিত নেতা-কর্মীদের মধ্যে উজ্জীবিত করে এবং আসন্ন নির্বাচনে সংগঠনের সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দেয়। তিনি আরও বলেন, “বাংলাদেশের জাতীয় নির্বাচনে নিরপেক্ষ সংস্কার ছাড়া কোনো নির্বাচন সুষ্ঠু হতে পারে না। ফ্যাসিস্ট আওয়ামী লীগ ১৬ বছর ধরে দেশকে দুঃশাসনের চরম পর্যায়ে নিয়ে গেছে। দেশের মানুষ এই অপশাসনের অবসান চায়।”তিনি দলীয় নেতা-কর্মীদের সাংগঠনিক প্রস্তুতি নিতে আহ্বান জানান এবং উখিয়া-টেকনাফ আসনসহ দেশের প্রতিটি নির্বাচনী এলাকায় দলীয় কৌশল নির্ধারণের ওপর গুরুত্বারোপ করেন। জাতীয় রাজনীতির পাশাপাশি মুহাম্মদ শাহজাহান আন্তর্জাতিক ইস্যু নিয়েও আলোচনা করেন। ফিলিস্তিন ও গাজায় চলমান সংঘাতের প্রসঙ্গে তিনি বলেন, “ফিলিস্তিন ও গাজায় হত্যাকাণ্ড মানবতার বিরুদ্ধে অপরাধ। এই অন্যায়ের বিরুদ্ধে বিশ্ববাসীকে সোচ্চার হতে হবে।” তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “৫ আগস্টের তরুণদের আন্দোলন আমাদের অনুপ্রেরণা জোগায়। সমাজের প্রত্যেক তরুণকে সত্য ও ন্যায়ের পক্ষে রুখে দাঁড়াতে হবে।”বর্তমান সরকারের আমলে দেশে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও সন্ত্রাসের প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, “জনগণের সম্পদ লুটপাটকারীদের বিরুদ্ধে জনগণকেই রুখে দাঁড়াতে হবে। সমাজ থেকে দুর্নীতি নির্মূল করতে হলে নৈতিক ও আদর্শিক নেতৃত্ব প্রয়োজন।” তিনি জামায়াত নেতা-কর্মীদের দেশ ও জাতির স্বার্থে কাজ করার আহ্বান জানান। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কক্সবাজার জেলা জামায়াতের আমির নুর আহমদ আনোয়ারি, জেলা জামায়াতের সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক নুর আহমদ ছিদ্দিকী এবং উখিয়া উপজেলা জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মতবিনিময় করেন। ঈদ পুনর্মিলনী উপলক্ষে উখিয়া উপজেলা জামায়াতের বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত হন। তারা সাংগঠনিক কার্যক্রমকে আরও বেগবান করতে মতবিনিময় করেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। বক্তারা সবাইকে ঐক্যবদ্ধ থেকে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, উখিয়ায় জামায়াতে ইসলামীর এই ঈদ পুনর্মিলনী শুধুই সৌজন্যমূলক মিলনমেলা নয়, এটি আসন্ন জাতীয় নির্বাচনের প্রস্তুতি ও দলীয় কৌশল নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ সভা হিসেবে বিবেচিত হচ্ছে

পাঠকের মতামত

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...