প্রকাশিত: ১৫/০৬/২০১৭ ১০:৪২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৪:২৮ পিএম

নিউজ ডেস্ক ;:
“বাবার সঙ্গে ফোনে কথা হলেই বলতো, ‘মা ভালো করে লেখাপড়া করো, বড় হয়ে তোমাকে ডাক্তার হতে হবে।’ আমাকে ডাক্তার বানানোর কথা বলে বাবা এভাবে চলে গেলো! এখন কীভাবে বাবার স্বপ্ন পূরণ করবো?’ রাঙামাটিতে পাহাড় ধসের উদ্ধারকাজ চালাতে গিয়ে ফের পাহাড় ধসে নিহত সেনাবাহিনীর করপোরাল আজিজুল হকের মেয়ে শাহনাজ আজিজ রিতা এখন এভাবেই আহাজারি করছে। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের মগটুলা তরফপাসাইল গ্রামের মানুষ এখন এই পরিবারটির শোকে বাকহারা।

স্বজন ও স্থানীয়রা জানান, করপোরাল আজিজুল হকের স্বপ্ন ছিল তার একমাত্র মেয়ে শাহনাজ আজিজ রিতা বড় হয়ে ডাক্তার হবে, গরিব মানুষের সেবা করবে। এবছরই রিতাকে স্থানীয় এক শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান বিভাগের নবম শ্রেণিতে ভর্তি করানো হয়। কিন্তু স্বপ্ন ডানা মেলতে শুরু করার আগেই মঙ্গলবার (১৩ জুন) রাঙামাটির মানিকছড়িতে ভূমিধসে হতাহতদের উদ্ধার করতে গিয়ে আরও তিন সেনা সদস্যের সঙ্গে করপোরাল আজিজুল হক মারা যান। বুধবার (১৪ জুন) আজিজুলের গ্রামের বাড়িতে তাকে দাফন করা হবে।

স্বামীর মৃত্যুর খবর পাওয়ার পর থেকেই স্ত্রী আনোয়ারা বেগম অসুস্থ হয়ে বিছানায়। কাঁদতে কাঁদতে তিনি এখন পাথর। এরইমধ্যে বিলাপ করতে করতে আনোয়ারা জানান, মারা যাওয়ার আগের দিন সোমবার রাতে তার সঙ্গে মোবাইল ফোনে আজিজুলের শেষ কথা হয়। আনোয়ারা বলেন, ‘এখন কীভাবে একা সন্তানদের মানুষ করবো? মেয়েকে কীভাবে ডাক্তার বানাবো? কিছুই ভাবতে পারছি না।’

আজিজুলের বড় ভাই আব্দুল হাশিম জানান, আগামী বছরের এপ্রিলে তার ছোট ভাই আজিজুল হক সেনাবাহিনীর চাকরি থেকে অবসরে যাওয়ার কথা ছিল। তার পরিকল্পনা ছিল ফিরে এসে পরিবারের কাছে থেকে ব্যবসাপাতি করার।

আব্দুল হাশিম আরও জানান, ‘আজিজুলের ছেলে শাকিল লেখাপড়ায় একটু দুর্বল হওয়ায় তাকে কিছু দূর পড়িয়ে ব্যবসায় নামানোর কথা ভাবা হচ্ছিল। মেয়ে রিতা লেখাপড়ায় ভালো হওয়ায় আজিজুল তাকে মেডিক্যাল কলেজে পড়ানোর কথা বলতো সব সময়। এখন কীভাবে আজিজুলের স্বপ্ন পূরণ হবে এই নিয়ে আমরা চিন্তা করছি।’

সন্তানদের লেখাপড়ার ব্যয়ভারসহ স্ত্রী আনোয়ারার যোগ্যতা অনুযায়ী সরকার তার একটি চাকরির ব্যবস্থা করবে এই দাবি জানান আব্দুল হাশিম।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...