উখিয়া নিউজ ডটকম::
বাংলাদেশ সফররত বিশ্বের ৫৭টি মুসলিম দেশের জোট ও ইসলামিক সহযোগিতা সংস্থা(ওআইসি)’র মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন চার দিনের সফরের দ্বিতীয় দিনে আজ ৪ আগস্ট শুক্রবার উখিয়ার কুতুপালং শিবির ও আশপাশের এলাকা পরিদর্শন করবেন।
সফরকালে তিনি সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে তিনি ওআইসির পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানাবেন।
সূত্রে জানা যায়, ওআইসি মহাসচিবের কক্সবাজার সফরে সার্বিক ব্যস্থাপনায় থাকবে আন্তর্জাতিক অভিবাসন সংস্থ্যা (আইওএম)।
সফরসূচি অনুযায়ী ওআইসি মহাসচিব ড. ইউসুফ বিন আহমেদ আল-ওথাইমিন শুক্রবার সকাল ১১ টায় ঢাকা থেকে নভো এয়ার যোগে কক্সবাজার বিমান বন্দরে পৌছাবেন।এসময় তাকে স্বাগত জানাবেন কক্সবাজার জেলা প্রশাসক ও আইওএম এর উর্ধবতন কর্মকর্তাবৃন্দ।
এরপর বিমানবন্দর থেকে ওআইসি মহাসচিব সরাসরি উখিয়ার কুতুপালং শিবির ও আশপাশের এলাকা পরিদর্শন করবেন এবং আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সঙ্গে দেখা করে তিনি ওআইসির পক্ষ থেকে সমবেদনা ও সহমর্মিতা জানাবেন।
এরপর বেলা সাড়ে ১২টায় ওআইসি মহাসচিব কুতুপালং শিবিরে রোহিঙ্গাদের ব্যাপারে কক্সবাজার জেলা প্রশাসক,জেলা পুলিশ সুপার,বিজিবি এবং কর্মরত এনজিও প্রতিনিধিদের সাথে আলাপ আলোচনা করবেন।
এরপর দুপুর দেড় টায় উখিয়ার কুতুপালং শিবিরে মসজিদে জুমার নামাজ আদায় করবেন। নামাজ শেষে বিকাল সাড়ে ৩টায় নভো এয়ার যোগে ঢাকার উদ্যেশে কক্সবাজার ত্যাগ করবেন।
পাঠকের মতামত