প্রকাশিত: ১৮/০৫/২০২২ ৯:২২ এএম

বাংলাদেশ আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা দলের পদ পাবেন। তবে সভাপতি, সিনিয়র সহ সভাপতি, সাধারন সম্পাদক, সিঃ যুগ্ন সাধারন সম্পাদক ও ১নং সাংগঠনিক সম্পাদক এই ৫টি পদে দলের বিদ্রোহী প্রার্থীরা আসতে পারবেন না বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহামুদ স্বপন এমপি।

চট্টগ্রাম সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাথে বৈঠকে এই সংক্রান্ত লিখিত নির্দেশনা দেন চট্টগ্রাম বিভাগের দায়িত্বপ্রাপ্ত এই সংগঠনিক সম্পাদক। চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় যোগদানের জন্য এসে সাংগঠনিক সম্পাদক স্বপন শনিবার রাতে চট্টগ্রাম সার্কিট হাউসে কক্সবাজার জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে জেলা আওয়ামী লীগের সম্মেলন নিয়ে আলোচনা করেন।
এই সময় বিদ্রোহীদের দলের গুরুত্বপূর্ণ ৫টি পদে না রাখার নির্দেশ দেন তিনি। কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ ফরিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন কক্সবাজার আওয়ামী লীগের সাংগঠনিক বিষয়ে নিজ হাতে লিখিতভাবে স্পষ্ট নির্দেশনা দিয়েছেন। সেই ভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

পাঠকের মতামত

সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন জুলাই যোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা

চব্বিশের গণঅভ্যুত্থানে আহত ‘জুলাই যোদ্ধা’ ও শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা-সরকারি চাকরিতে অগ্রাধিকার ...