ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৯/০২/২০২৪ ৭:০৮ পিএম

সেন্টমার্টিন ঘুরতে এসে এবার কক্সবাজারের নেতৃত্ব নিয়ে একটি বিস্ফোরক মন্তব্য করে গেলেন ব্যারিস্টার সুমন। তার মন্তব্যের পরিষ্কার ম্যসেজটি হলো, কক্সবাজারকে কোন নেতাই নিজের মতো করে ‘অওন’ করে না। সবাই ব্যক্তিগত উন্নয়ন চায় কক্সবাজারে। নিজের জন্য কক্সবাজারকে ভোগ করছে সবাই। কেউ দল মতের উর্ধে উঠে পুরো কক্সবাজারের উন্নয়ন চান না।

সেন্ট মার্টিন ভ্রমণ শেষে কক্সবাজারের হোটেল সায়মনে বসে এক সাক্ষাৎকারে ব্যরিস্টার সুমন বলেন, ‘কক্সবাজারে ব্যক্তিগত উন্নয়ন হয়েছে। পুরো এলাকার কোন গার্ডিয়ান আছে বলে আমার মনে হয়নি। হোটেলগুলো দেখলে মনে হয় বিদেশী কিন্তু পুরো কক্সবাজারকে দেখলে তো বিদেশী মনে হয় না।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ‘একটি পরিবার যেমন একজন অভিভাবকের ওপর ভর করে দাঁড়ায় যায় তেমনি একজন অভিভাবকের ওপরে ভর করে কক্সবাজার দাঁড়ায় যেতে পারে। তবে এমন একজন অভিভাবক সংকটে আছে কক্সবাজার। যার ওপরে ভর করে কক্সবাজার দাঁড়ায় যাবে।’

ব্যরিস্টার সুমন আরো বলেন, কক্সবাজারে দল,মতের উর্ধে উঠে এমন একজন নেতা দরকার যিনি মনে করবেন যে জন্মের পরে যে কক্সবাজার আমি পেয়েছি মৃত্যুর পরে এর চেয়ে ভালো কক্সবাজার আমি রেখে যাবো। কিন্তু আমার কাছে মনে হয়েছে যে, ‘এখানে সবাই চায়, জন্মের পরে যে সায়মন (হোটেল সায়মন) পেয়েছি তার চেয়ে ভালো সায়মন রেখে যেতে চায়। জন্মের পরে যে কক্স টুডে (হোটেল কক্স টুডে) পায়ছি মৃত্যুর আগে তার চেয়ে ভালো ‘কক্স টুডে’ রেখে যেতে চায়। কিন্তু কেউ এমন আছে বলে মনে হয়নি যে, জন্মের পর আমি যে কক্সবাজার পায়ছি তার চেয়ে ভালো কক্সবাজার আমি রেখে যেতে চায়।

গত শুক্রবার সেন্ট মার্টিন ভ্রমণে গিয়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) সেখানকার স্থানীয় জনগণ ও পর্যটকদের সাথে নিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান করেন তিনি। পরে স্থানীয় ফুটবলারদের সাথে কথাও বলেন। স্থানীয় একজন ফুটবলার এবাদত হোসেন জানান, টেকনাফে উপজেলা পর্যায়ে সেন্ট মার্টিন ইউনিয়ন চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। তবে সেন্ট মার্টিনে কোন স্থায়ী মাঠ নেই। বিচে ভাটার সময় খেলা সম্ভব হলেও জোয়ারের সময় সম্ভব হয় না। তাদের কথা শোনে আক্ষেপ করেন ব্যারিস্টার সুমন। এ সময় স্থানীয় এমপিকে বিষয়টির প্রতি নজর দিতে অনুরোধ জানান। সুত্র: টিটিএন

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...