প্রকাশিত: ১৭/০৫/২০২০ ৪:০৯ পিএম , আপডেট: ১৭/০৫/২০২০ ৪:১১ পিএম

এস এম জসিম ::
অফিসে ঘুমিয়ে পড়া মানুষটি কক্সবাজারের উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ নিকারুজ্জামান চৌধুরী,রাত তখন ২ টা বেজে কয়েক মিনিট হয়েছে,অফিসে একটানা কাজ করতে করতে ক্লান্ত হয়ে অতঃপর কখন যে তিনি নিজ টেবিলের উপর ঘুমিয়ে পড়েন, তিনি নিজেই জানেন না।uno মহোদয়ের সহকর্মী কাজ বুঝিয়ে দিতে যখন অফিসে ঢুকলেন তখন তিনি দেখেন,ইউএনও নিকারুজ্জামান টেবিলের উপর ঘুমিয়ে অাছে। সেই সহকর্মী ঝটপট মোবাইল বের করে ছবি উঠিয়ে ফেলেন।
উল্লেখ্য ,করোনা ভাইরাস প্রতিরোধ কল্পে সরকারের নেওয়া বিভিন্ন প্রকল্পের কাজ সফল করার জন্য তিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন। সে বিষয়টি উখিয়ার মানুষ সবাই অবগত আছেন। অামি নিশ্চিত এই ছবি নিশ্চয় ভাইরাল হবে,কারণ রাত ২ টায় যখন কোন কর্মকর্তা বা মানুষ নিজ বাড়িতে ঘুমে বিভূর থাকে,তখন তিনি কাজ করছেন অফিসে,কার সার্থে,অবশ্যই দেশের সার্থে অথবা উখিয়াবাসীর সার্থে।অামি নিশ্চিত এই ছবি কিংবা নিউজটার জন্য নিকারুজ্জামান স্যারের কাছ থেকে বকাবকি শোনবো, কারণ নিকারুজ্জামান স্যারের সাথে দেখা হলেই অামাকে বলে জসিম এত বেশি পোস্ট দেওয়ার দরকার নেই,অামি প্রচারে বিশ্বাসী নয়,কাজে বিশ্বাসী,নিরবে কাজ করে যেতে চাই,স্যারের এহেন মন্তব্যরর পরেও বিবেকের তাড়নায় দুকলম না লিখে পারলামনা।কারণ যে মানুষটি অামাদের জন্য এতো পরিশ্রম করে যাচ্ছেন তার জন্য কিভাবে না লিখি। ইউএনও নিকারুজ্জামান প্রতিটি ঘরে ঘরে জন্মগ্রহণ করুক,সেই প্রত্যাশায় করছি,ধন্যবাদ স্যার,অাপনার জন্য মহান রাব্বুল আলআমীনের কাছে দোয়া করছি।অামিন।

এস এস জসিমের ফেইসবুক আইডি থেকে

পাঠকের মতামত

রামুতে ইয়াবাসহ নারী আটক

কক্সবাজারের রামুতে চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ হাজার ২০০ ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার ...

টেকনাফে চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব; আতংকিত না হওয়ার পরামর্শ স্বাস্থ্য বিভাগের

জসিম উদ্দিন টিপু,টেকনাফ:: টেকনাফজুড়ে ঘরে ঘরে চিকনগুনিয়া রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রায় বাড়ী-ঘরে শিশু থেকে ...

নিম্নচাপের প্রভাব: কক্সবাজার সৈকতে ভাঙন, লোকালয়ে জোয়ারের পানি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জোয়ারের পানি ঢুকে কক্সবাজারের কুতুবদিয়া, মহেশখালী ও সেন্টমার্টিন দ্বীপের কিছু এলাকা ...

সেন্টমার্টিনে খাদ্য সংকট, লোকালয়ে ঢুকছে জোয়ারের পানি

তিনদিন ধরে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে সবধরণের নৌযান চলাচল বন্ধ রয়েছে। ফলে সেন্টমার্টিন দ্বীপে নিত্যপ্রয়োজনীয় পণ্যের তীব্র ...