প্রকাশিত: ২২/০৩/২০১৭ ৯:০৮ এএম

নিউজ ডেস্ক::
মায়ানমার থেকে ইয়াবা ট্যাবলেট পাচারে নিত্য নতুন কৌশল অবলম্বন করছে পাচারকারীরা। তল্লাশিতে প্রতিদিনই ধরা পরছে ইয়াবা ট্যাবলেট। তবে এবার এক পাচারকারীর অভিনব কৌশল দেখে খোদ নিরাপত্তা বাহিনীর সদস্যরাই অবাক হয়েছেন। মঙ্গলবার রাতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার পুরানত বাস স্টেশন এলাকায় ঘটনাটি ঘটেছে। ওই পাচারকারী দেহে কৃত্রিম অন্ডকোষ তৈরী করে তার মধ্যদিয়ে ইয়াবা পাচার করছিল। আটক যুবকের নাম অলি অহম্মদ (২৮) তার বাড়ি উপজেলার চাকঢালার ঘোনার পাড়া এলাকায়। তবে পুরানত বাস স্টেশন এলাকায় বিজিবির চেক পোস্ট অতিক্রম করার সময় শেষ রক্ষা হয়নি তার। দেহ তল্লাশির সময় হঠাৎ সদস্যদের নজর পরে অলি আহম্মদের দুটি অন্ডকোষের থলের দিকে।

স্বাভাবিকভাবে মানুষের দেহে একটি অন্ডকোষ থাকলেও অলি আহম্মদের ছিল দুটি। তল্লাশির একপর্যায়ে কৃত্রিম অন্ডকোষ থেকে বেরিয়ে আসে এক হাজার ইয়াবা ট্যাবলেট। বিজিবি আটক করে অলি আহম্মদকে। এ সময় ঘটনাটি দেখতে সেখানে মানুষের ভিড় জমে যায়।

জিজ্ঞাসাবাদে অলি আহম্মদ জানায় চাকঢালা সীমান্ত থেকে অল্প দামে কিনে বেশি দামে বিক্রির উদ্দেশ্যে সে এই পন্থা অবলম্বন করে ছিলো। সীমান্ত এলাকা দিয়ে দেশের অভ্যান্তরে নানা ভাবে পাচারকারীরা ইয়াবা পাচার করলেও আইনশৃঙ্খলা বাহিনীর হাতে বেশির ভাগ সময়েই তারা ধরা পড়ছে এসব ইয়াবা। তবে পাচারকারীদের নতুন নতুন কৌশলের ক্ষেত্রে অনেক সময় নিরাপত্তা বাহিনীর সদস্যদের হিমশিম খেতে হয়। সেমনটি হয়েছেন অলি আহম্মদের কৌশলে।

এ বিষয়ে অভিযানকারী বিজিবির কর্মকর্তা সুবেদার তারিকুল ইসলাম জানান, এতোদিন ইয়াবা পাচারে নানা কৌশল থাকলেও এটি ছিল একেবারেই অভিনব। তবে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করলে পাচারকারী ধরা পড়ে। ইয়াবা পাচার বন্ধে সীমান্তে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তারা।

পাঠকের মতামত

রামুর ফতেখাঁরকুলে উপ-নির্বাচনে প্রতীক পেয়ে প্রচারনায় ৩ চেয়ারম্যান প্রার্থী

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধি ৩ প্রার্থীকে প্রতীক বরাদ্ধ দেয়া ...

টেকনাফের পৌর কাউন্সিলর মনিরুজ্জামানের সম্পদ জব্দ দুদকের মামলা

টেকনাফ পৌরসভার কাউন্সিলর মো. মনিরুজ্জামানের সম্পদ জব্দ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। কক্সবাজার জ্যেষ্ঠ স্পেশাল ...