ডেস্ক নিউজ
প্রকাশিত: ০৫/১২/২০২৪ ৪:০২ পিএম

আতিকুর রহমান মানিক
ঈদগাঁওর নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা বিমল চাকমা বলেছেন, অগ্রসরমান পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদের এগিয়ে যেতে হবে। জন্ম নিবন্ধনের ক্ষেত্রে যেন নাম ভুল না হয়। শুরুতেই জন্ম নিবন্ধন সম্পন্ন করবেন। জন্ম নিবন্ধনের তারিখ আগে – পিছে করে বাল্য বিবাহ সম্পাদন করার প্রয়োজন নেই। সরকারী বিধি মোতাবেক জন্ম নিবন্ধন সম্পন্ন করতে আমরা সচেষ্ট আছি ।

বিজ্ঞাপন

ঈদগাঁও উপজেলার জালালাবাদ ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম তরান্বিত এবং টিসিবি কার্ড বিতরণ সংক্রান্তে আলোচনা এক আলোচনা সভায় বক্তব্য রাখছিলেন তিনি। বৃহস্পতিবার ( ৫ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলার জালালাবাদ ইউনিয়নের বাহার ছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা ও বিশেষ অতিথি ছিলেন ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান।
জালালাবাদ ইউনিয়ন পরিষদ আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মছিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, একজন মানুষ পৃথিবীতে আসা ও যাওয়ার লিখিত প্রমাণ হল জন্ম এবং মৃত্যু নিবন্ধন। আরো সব নাগরিক সেবাগুলো আপনারা জনপ্রতিনিধিদের থেকে আদায় করে নেবেন।

ইউপি চেয়ারম্যান আলমগীর তাজ জনি বলেন, জনগনের ভোটে আমরা জনপ্রতিনিধি হয়েছি, তাই জনগনকে সেবা প্রদানে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।
যারা প্রকৃত হক্বদার প্রথমে তারাই টিসিবি কার্ড পাবেন। এরপর ক্রমান্বয়ে সবাই টিসিবি কার্ড পাবেন। প্রকৃত জেলেরাই জেলে ভাতা পাবেন।
জন্ম ও মৃত্যু নিবন্ধন কাজ দ্রুত সম্পন্ন করতে আমরা সচেষ্ট আছি।

যুবনেতা মামুন সিরাজুল মজিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জালালাবাদ ইউনিয়ন স্বাস্হ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. তৃণা সাহা, ঈদগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেগম খুরশিদুল জান্নাত, মাইজ পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন ও প্যানেল চেয়ারম্যান কামাল উদ্দীন প্রমূখ। ইউনিয়নের সহস্রাধিক জনগণ এতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে ৬৩৭ পরিবারের মাঝে টিসিবির ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়

পাঠকের মতামত

কক্সবাজার পাসপোর্ট অফিস থেকে দুই রোহিঙ্গা তরুণী গ্রেপ্তার

পাসপোর্ট তৈরি করতে আসা কক্সবাজারের আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ে মায়ানমারের নাগরিক দুই রোহিঙ্গা তরুণীকে গ্রেপ্তার করা ...

উখিয়ায় হুমকির মুখে বনভূমি

কক্সবাজারের উখিয়ায় অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন বাস্তবায়নে সংশ্লিষ্ট বনের কর্তা ব্যক্তিরা গড়িমসি করার কারণে এ ...

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ

কক্সবাজার সিটি কলেজে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে। মঙ্গলবার (২১ জানুয়ারি) ভারপ্রাপ্ত অধ্যক্ষ স্বাক্ষরিত ...

ইসলামী চেতনা নিয়েই এই বাংলাদেশে আমাদের বাঁচতে হবে : সাবেক সাংসদ শাহজাহান চৌধুরী

কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইফ ও সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, আল্লাহর অস্ত্বিত্বকে ...