প্রকাশিত: ২০/০২/২০২০ ১:৪৬ পিএম

শফিক আজাদ::


উখিয়ায় ফিল্ম স্টাইলে দিন দুপুরে সদর স্টেশন থেকে হামিদা আকতার(১৮) নামের এক কলেজ ছাত্রীকে আপহরণ করেছে। অপহৃত কলেজ ছাত্রী উখিয়া নুরুল ইসলামী চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এইচএসসি ১ম বর্ষের ছাত্রী এবং জালিয়াপালং ইউনিয়নের উত্তর সোনারপাড়া গ্রামের নুরুল আলমের একমাত্র মেয়ে। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এই অপহরণের ঘটনাটি ঘটে। এ ঘটনার অপহৃত কলেজ ছাত্রীর পিতা নুরুল আলম বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছে।

অপহৃত কলেজছাত্রী বান্ধবী শাবনুর (১৮) ও ছালেহা আকতার (১৮) বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উখিয়া দক্ষিণ স্টেশনের কপি হাউজে বসে তারা ৩ বান্ধবী চা পান করছিল, এসময় হঠাৎ তাদের ক্লাসের ছাত্র ইমরান হোসেন বাপ্পী (১৯) সিএনজি যোগে এসে তাকে টানা হেচড়া করে গাড়ীতে তুলে উত্তর দিকে নিয়ে যায়। তারা বিষয়টি দ্রুত তার পরিবার জানালে তারা থানায় আশ্রয় নেয়।

অপহৃত কলেজ ছাত্রীর পিতা নুরুল আলম বলেন, আমার মেয়ে কলেজে আসা-যাওয়ার সময় বখাটে বাপ্পী নামের ছেলেটি তাকে বিরক্ত করত। বিষয়টি সে আমাকে জানানোর পর আমি নিজে মেয়েকে কলেজে পৌছে দিতাম, কিন্তু বুধবার ব্যক্তিগত কাজ থাকার কারনে ক্লাসের অন্যান্য বান্ধবীতে সাথে মেয়ে কলেজে আসে। কলেজের সামনে কপি হাউজ থেকে তাকে বাপ্পীসহ কয়েক বখাটে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। সে আরো বলেন, তার মেয়ের কোন দুষ নেই, কারণ সে এখনো মোবাইল ফোন ব্যবহার করেনা। দ্রুত মেয়েকে উদ্ধার করতে থানায় অভিযোগ দায়ের করেছেন বলে সে জানিয়েছেন।

উখিয়া থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাত কর্মকার বলেন, কলেজ ছাত্রী অপহরণের ঘটনায় কলেজ ছাত্রীর পিতা বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছে। পুলিশ অপহৃতকে উদ্ধারসহ অপহরণকারীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

পাঠকের মতামত

প্রবাসীর লাশ নিয়ে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল ২ স্বজনের

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভূজপুর ইউনিয়নের তালুকদার পাড়ার প্রবাসী মোহাম্মদ রুবেলের মরদেহ দেশে ফিরেছে একটি কফিনে ...

ছেলের বিয়েতে আ.লীগ নেতা, গ্রেফতারের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ছেলের বিয়ে কেন্দ্র করে বোয়ালখালী উপজেলার সাবেক চেয়ারম্যান জাহেদুল হককে গ্রেফতারের ...

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...