প্রকাশিত: ০২/০১/২০২০ ২:৫৯ পিএম , আপডেট: ০২/০১/২০২০ ৩:০৬ পিএম

বি‌নোদন প্র‌তি‌বেদক:
১৯৯৮ সা‌লে স‌খের ব‌সে গা‌নের জগ‌তে পা রাখেন হুমায়ূন ইলতুত। এরপর থে‌কে দীর্ঘ পথ গানের সা‌থে নি‌জে‌কে জ‌ড়ি‌য়ে রে‌খে‌ছেন।

লালন শাহ্ ফ‌কি‌রের বাণী‌কে বু‌কে লালন ক‌রে গে‌য়ে চ‌লে‌ছেন গান। এই দীর্ঘ পথচলায় গে‌য়ে‌ছেন অসংখ্য গান। গে‌য়ে‌ছেন দে‌শের বেসরকা‌রি ও সরকা‌রি টি‌ভি চ্যা‌নেল বি‌টি‌ভি‌তে।

দীর্ঘ এ পথ চলা নি‌য়ে ইলতুত ব‌লেন, জীব‌নের শেষ দিন পর্যন্ত লালন শাহ্ কে ম‌নে ধারণ ক‌রে চল‌তে চাই। একজন ভা‌লো মানুষ হি‌সে‌বে নি‌জে‌কে তৈ‌রি কর‌তে চাই।

‌তি‌নি ব‌লেন, আমি প্রথমত ফ‌রিদা পারভীন, মামুন ন‌দিয়ার গা‌নের প্রে‌মে প‌ড়ে সংগীত অঙ্গ‌নে আ‌সি। খুব শীঘ্রই আমার এক‌টি গান বাজা‌রে আস‌ছে। আশা ক‌রি গান‌প্রিয় মানু‌ষের ভা‌লো লাগ‌বে গান‌টি।

তি‌নি আরও ব‌লেন, বর্তমানে দে‌শের সংগী‌তে অ‌নেক ভা‌লো ভা‌লো গান হ‌চ্ছে। অন্য‌দি‌কে কতিপয় কিছু মানু‌ষের জন্য অা‌ডিও বা ভি‌ডিও গা‌নের বাজার নষ্ট হ‌চ্ছে। সফট্ওয়ার ডাউন‌লোড ক‌রে ক‌ম্পিউটারে ব‌সে আজকাল শিল্পী হ‌য়ে যা‌চ্ছে। যার কার‌নে গা‌নের প্র‌তি অ‌নে‌কের আস্থা ক‌মে যা‌চ্ছে।

তাই আ‌মি ম‌নে ক‌রি দে‌শের সংস্কৃ‌তিকে ব‌ু‌কে ধারণ ক‌রে গান গাওয়া উ‌চিত।

পাঠকের মতামত