প্রকাশিত: ১৪/১০/২০২১ ২:১৬ পিএম

শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

৫ দিন আগে ধুমধামের সঙ্গে বিয়ে হয়, হাতে মেহেদির দাগ মুছেনি। রাতে ঘুমের মধ্যে মৃত্যু হয়েছে রুবেল নামে এক যুবকের।

এমন হৃদয় বিদারক ঘটনা ঘটেছে কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল, ইউনিয়নের সন্দীপ পাড়ায়।

সে ওই গ্রামের নুরুল হুদার ছেলে।

বুধবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঘুম থেকে না ওঠায় নববধু কামরুন নাহার ডাকতে গেলে তার অবস্থা অস্বাভাবিক দেখে কুতুবদিয়া হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী রুবেলের চাচাতো ভাই আবদুল খালেক জানান, বড়ঘোপ বাজারের আবিদ কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন রুবেল।উপজেলার বড়ঘোপ ইউনিয়নের অমজাখালী গ্রামের মৃত আজিজুল হকের কন্যা কামরুন নাহার (১৯) কে বিয়ে করে।

এদিকে, রুবেলের মৃত্যুর সংবাদে কনের বাড়িতেও চলছে শোকের মাতম। কিছুতেই যেন এমন মৃত্যু মেনে নিতে পারছে না তারা।

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মা’ই’ন বিস্ফোরণে আহত বিজিবির নায়েক আক্তার হোসেনের মৃত্যু

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমের বাইশফাঁড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে গুরুতর আহত হওয়া বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর ...

উখিয়া হাসপাতাল ১০০ শয্যায় উন্নীত না হলে চিকিৎসা সংকট বাড়বে!

কক্সবাজারের উখিয়া উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্যকেন্দ্র উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন ও ৫০ শয্যা থেকে ...