উখিয়া নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১/১১/২০২৪ ৬:৪৫ পিএম

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদম উপজেলার পোয়ামুহুরী সীমান্ত দি‌য়ে মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮১ জন রো‌হিঙ্গা‌কে আটক ক‌রা হয়েছে।

স্থানীয় ও প্রশাসন সূত্রে জানা যায়, জেলার আলীকদম উপজেলায় রোহিঙ্গা অনুপ্রবেশের খবর পাওয়ার পর গতকাল (রবিবার) রাত থেকে অভিযানে নামে স্থানীয় প্রশাসন।

এ সময় সোমবার (১১ নভেম্বর) সকালে আলীকদ‌ম উপজেলা বাস স্টেশন থেকে ৪২ জন, কানামাঝি ক্যাম্প থেকে ২৪ জন, চক্ষ্যং ইউনিয়ন ব্রিজ থেকে ১৪ জন এবং বিজিবি কর্তৃক ১ জনসহ মোট ৮১ জন রোহিঙ্গাকে আটক করা হয়।

সূত্র আরও জানায়, জেলার আলীকদম সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশে করে ৮১ রোহিঙ্গা। তাদের মধ্যে নারী ও শিশু বেশি রয়েছে। তারা বাস স্টেশন এলাকা থেকে বিভিন্ন স্থানে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা প্রশাসনকে খবর জানালে প্রশাসন তাদের আটক করে। পরে স্থানীয় প্রশাসন তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপায়ন দেব জানান, রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনায় স্থানীয় কেউ জড়িত আছেন কিনা খুঁজে বের করা হবে, সেই সঙ্গে আটক রোহিঙ্গাদের মিয়ানমারে পুশব্যাক করা হবে।

পাঠকের মতামত

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...

মিয়ানমারের চোরাই ১১টি মহিষ ১১লাখ ৫০হাজার টাকায় নিলামে বিক্রয়

মিয়ানমার থেকে অবৈধভাবে চোরাইপথে পাচারকালে কক্সবাজার উখিয়ার সীমান্ত পয়েন্ট থেকে ৬৪ বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ...