প্রকাশিত: ২৪/০৯/২০১৭ ৭:০০ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:০৮ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজার জেলার উখিয়ায় বিভিন্ন যানবাহনে তল্লাশি করে ৭৯ রোহিঙ্গাকে উদ্ধার করে উখিয়ার কুতপালং রোহিঙ্গা ক্যাম্পে পাঠিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার ( ২৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র‌্যাবের কক্সবাজার ক্যাম্পের কোম্পানি লে. কমান্ডার আশিকুর রহমান বলেন, উদ্ধার ৭৯ রোহিঙ্গা মিয়ানমারে সহিংসতার শিকার হয়ে কক্সবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। পরে পরিচয় গোপন করে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে বাস, মাইক্রোবাস ও অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৭৯ জনের মধ্যে ৩৫ জন নারী, ৯ জন পুরুষ ও ৩৫ জন শিশু বলে জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

পাঠকের মতামত

বৈষম্যবিরোধী ছাত্রদের ওপর পুলিশের লাঠিচার্জ, চট্টগ্রাম -কক্সবাজার সড়ক অবরোধ

চট্টগ্রামের পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিচার্জে অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন। এর ...

কক্সবাজারের সাবেক জেলা জজ-ডিসিসহ পাঁচজনের বিচার শুরু

কক্সবাজারের মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের জন্য ভূমি অধিগ্রহণ সংক্রান্ত নথি জালিয়াতির মামলায় কক্সবাজারের সাবেক জেলা প্রশাসক ...