প্রকাশিত: ২৬/০৪/২০২০ ৪:৩৭ পিএম

ইমাম খাইর, কক্সবাজার ::
প্রতি কেজি আদা ১৬০ টাকায় কিনে ২১০ টাকা দরে বিক্রির অভিযোগে কক্সবাজার শহরের বড় বাজারের মোস্তফা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার।

একইভাবে কোনো যৌক্তিক কারণ ছাড়াই গ্যাস সিলিন্ডারের অতিরিক্ত দাম নেয়ায় শহরের আলীর জাহাল এলাকার মেসার্স সামা এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়ে গেছে।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে বাজার মনিটরিং অভিযানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন এই দণ্ড প্রদান করেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তরুণ বড়ুয়া।

বড়বাজার এলাকায় বিভিন্ন আড়ৎ ও দোকান পরিদর্শন করে দেখা যায়, প্রায় দোকানেই মূল্য তালিকা হালনাগাদ আছে। আদা, রসুনের দাম কমতির দিকে।
রসুনের খুচরা মূল্য ১৫০ টাকা। আদার খুচরা মূল্য ২২০ থেকে ২৪০ টাকা।

মেসার্স মোস্তফা বাণিজ্যালয়ের ক্রয় ভাউচার নিরীক্ষা করে দেখা যায়, গত ২২ এপ্রিল আদা ক্রয় করেছে কেজি প্রতি ১৬০ টাক দরে। ২৩ এপ্রিল বিক্রি করে কেজি প্রতি ১৯০ টাকা দরে।

আবার একই আদা ২৪ এপ্রিল কেজি প্রতি বিক্রি করা হয় ২১০ টাকা।

ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মোঃ ইমরান হোসাইন জানান, কারসাজি করে পণ্যমূল্য বৃদ্ধির আপরাধে মেসার্স মোস্তফা বাণিজ্যালয়কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সতর্ক করা হয়েছে অন্যান্য দোকানদারকে।

পরবর্তিতে আলীর জাহাল এলাকার বিভিন্ন দোকানে গ্যাস সিলিন্ডারের দাম যাচাই করে দেখা যায়, অধিকাংশ দোকানে গ্যাস সিলিন্ডারের দাম ৯৫০ থেকে ১০০০ টাকা।

কিন্তু মেসার্স সামা এন্টারপ্রাইজে গ্যাস সিলিন্ডারের দাম রাখা হয় ১১৫০ টাকা।

তার যৌক্তিক কারণ দেখাতে না পারায় ৫ হাজার টাকা নগদ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য, মজুদ ও সরবরাহ বিষয়ে বিভিন্ন কাঁচা ও মুদি দোকানে যাচাই বাছাই করা হয়। বাজারে আদা কিছুটা সংকট থাকলেও অন্য কোন পণ্যের সংকট নেই। কাঁচা সবজির দাম কিছুটা কমেছে।

এছাড়া অন্যান্য দ্রব্যের মজুদ সরবরাহ স্বাভাবিক রয়েছে। রমজান মাস উপলক্ষে বাজারে কোন পণ্যের দাম বৃদ্ধি না করার জন্য ব্যবসায়িদের নির্দেশনা ও পণ্যের মূল্য তালিকা অনুযায়ী বিক্রি করার জন্য বলা হয়েছে।

এ সময় ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রেখে বিক্রি করার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।

তিনি জানান, জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অব্যাহত থাকবে।

অভিযানে সার্বিক নিরাপত্তা প্রদান করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ এর সদস্যরা।

পাঠকের মতামত

ওয়ার্ল্ড ভিশনের জরিপচাকরি বেশি করেন উখিয়ার মেয়েরা

কক্সবাজার জেলার উখিয়া উপজেলায় নারীদের কর্মসংস্থানে অংশগ্রহণের হার অন্যান্য উপজেলাগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। এমন চিত্র ...