প্রকাশিত: ০৪/০৭/২০১৭ ৮:৫৮ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জের কানসাটে প্রতিবেশী এক গৃহবধূকে উত্যক্ত করার প্রতিবাদে গৃহবধূর স্বামীকে পিটিয়ে হত্যা করেছে উত্যক্তকারী। মঙ্গলবার দুপুরে শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়নপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তি শিবনারায়নপুর গ্রামের মৃত ভাদু মন্ডলের ছেলে তরিকুল ইসলাম।

এ ঘটনায় পুলিশ উত্যক্তকারী মনিরুল ইসলামকে আটক করছে। মনিরুল একই গ্রামের মৃত এরফান আলীর ছেলে। শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক কামরুজ্জামান জানান, শিবনারায়নপুর গ্রামের মনিরুল ইসলাম তার প্রতিবেশী তরিকুল ইসলামের স্ত্রীকে মোবাইল ফোনে প্রায়ই উত্যক্ত করতো। দুপুরে এ ঘটনায় তার স্বামী তরিকুল ইসলাম মনিরুলকে বলতে গেলে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে মনিরুল, তরিকুলের উপর চড়াও হয় এবং বাইল্যাট দিয়ে তার মাথায় আঘাত করলে মনিরুল গুরুতর আহত হয়।

এ সময় তাকে উদ্ধার করে কানসাট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পাঠকের মতামত

বিএনপির আসনভিত্তিক প্রার্থী প্রায় চূড়ান্ত, কক্সবাজার-১ সালাহউদ্দিন আহমেদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আসনভিত্তিক একক প্রার্থী প্রায় চূড়ান্ত করে ফেলেছে বিএনপি। এরই মধ্যে হাইকমান্ড ...

পহেলা নভেম্বর থেকে সেন্টমার্টিন যেতে পারবেন পর্যটকরা : পরিবেশ উপদেষ্টা

১ নভেম্বর থেকে পর্যটকরা সেন্টমার্টিন যেতে পারবেন বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। রোববার ...

শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ৫ শতাংশ হারে সর্বনিম্ন ২০০০ টাকা নির্ধারণ

লাগাতার আন্দোলনের মুখে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ ...