প্রকাশিত: ০২/০২/২০১৮ ৮:০৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৭:১৪ এএম

রাঙামাটি প্রতিনিধি::
সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে তিন এসএসসি পরীক্ষার্থীকে আটক করেছে পুলিশ। তারা আমতলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী। আটক হওয়ায় গতকাল (বৃহস্পতিবার) শুরু হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি তারা। পুলিশ ও স্থানীয় সূত্র এতথ্য নিশ্চিত করেছে।
আটককৃতরা হল, আমতলী ইউনিয়নের সর্দার পাড়ার বাসিন্দা আবদুস সালামের ছেলে মো. নাঈম হোসেন (১৭), মজিবুর রহমানের ছেলে মো. ফরহাদ হোসেন (১৬) ও মৃত আবদুল জলিলের ছেলে মো. হাফিজ উল্লাহ রাহিদ (১৭)। বুধবার সন্ধ্যায় উপজেলার আমতলী ইউনিয়নের পাবলাখালী বাজার এলাকা থেকে তাদের আটক করে গতকাল (বৃহস্পতিবার) সকালে বাঘাইছড়ি থানায় চালান দিয়েছে আমতলীর পাবলাখালী ফাঁড়ির পুলিশ।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাটি ঘটেছে গত ৪ নভেম্বর সকালের দিকে। এদিন আমতলী উচ্চ বিদ্যালয়ের ওই তিন শিক্ষার্থী একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রীটিকে জোরপূর্বক সেগুন বাগানে নিয়ে তার হাত পা বেঁধে পালাক্রমে ধর্ষণ করে এবং এক সহপাঠীকে দিয়ে ধর্ষণের চিত্রটি ভিডিও ধারণ করায়। ওই সময় পাশের গ্রামের সর্দার পাড়ায় কোরআন পড়া শেষে বাড়ি ফিরছিল ধর্ষিতা। লজ্জায় এবং ভয়ে এতদিন ঘটনাটি প্রকাশ করেনি সে। পরে ধর্ষণের ভিডিওটি নিজেরাই নিজ নিজ আইডি হতে

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছাড়ে ধর্ষকরা। এতে ঘটনাটির ফাঁস হয় এবং ভিডিওটি আপলোড করে মোবাইলে মোবাইলে ছড়িয়ে পড়ে। ভিডিও চিত্র ধরে ধর্ষকদের চিহ্নিত করে বুধবার সন্ধ্যায় তিনজনকে আটক করে স্থানীয় ফাঁড়ির পুলিশ। তবে ভিডিও ধারণকারী এখনো অধরা।
ধর্ষিতার বড় ভাই ও আমতলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. রুবেল জানান, ঘটনাটি গত ৪ নভেম্বর ঘটলেও আমরা কেউ-ই জানতাম না। মোবাইলে ধারণকৃত ভিডিও চিত্র দেখে জানতে পারি। এতদিন লজ্জায় ঘটনাটি কাউকে বলেনি তার বোন। কিন্তু যারা ঘটনাটি ঘটিয়েছে, তারা-ই নিজেরা ভিডিওতে প্রকাশ করেছে।
আমতলী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল কুমার ম-ল জানান, ধর্ষণের অভিযোগে আটককৃত তিন পরীক্ষার্থী চলতি এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি।
আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. রাসেল চৌধুরী জানান, এ তিন এসএসসি পরীক্ষার্থীকে তাদের একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে পুলিশ আটক করেছে।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. জাহাঙ্গীর আলম জানান, ২০১৭ সালের ৪ নভেম্বর ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে উল্লেখ করে আটক তিন এসএসসি পরীক্ষার্থীর বিরুদ্ধে বাঘাইছড়ি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা (নম্বর-১ তারিখ: ০১/০২/১৮) হয়েছে। ধর্ষণের অভিযোগে গতকাল (বৃহস্পতিবার) সকালে বাদি হয়ে মামলাটি করেছেন ধর্ষিতার বাবা আবদুর রউফ। আটক তিনজনকে আদালতে চালান দেয়া হবে বলে জানা গেছে।

পাঠকের মতামত

ব্র্যাকের আয়োজনে ‘যুব ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত

যুবদের দক্ষতা উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার তাগিদ বিশিষ্টজনদের দেশে চাকরির তুলনায় চাকরিপ্রত্যাশীর সংখ্যা ...

দৈনিক ইত্তেফাকের প্রতিবেদনসীমান্তে ডজনখানেক সশস্ত্র আরাকান আর্মির অবস্থান, বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়

সোমবার বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে আরাকান আর্মির (এএ) এক সশস্ত্র সদস্য বাংলাদেশে প্রবেশ করার পর উত্তেজনাকর পরিস্থিতি ...