প্রকাশিত: ২০/০৮/২০১৬ ৯:৩২ পিএম

অনলাইন ডেস্ক ॥ সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকরা এখন থেকে বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকলে জরিমানা গুনতে হবে। একইসঙ্গে তাদেরকে ওই দেশ থেকে নিজ দেশে ফেরত পাঠানো হবে।

সম্প্রতি সৌদি প্রেস এজেন্সি থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম সৌদি গেজেটের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, নির্দিষ্ট পূর্ব নির্ধারিত ছুটির অতিরিক্ত সময় ছুটিতে থাকলে কিংবা বিনা অনুমতিতে কাজে অনুপস্থিত থাকলে সৌদি আরবে কর্মরত বিদেশি শ্রমিকদের ১০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা দিতে হবে। এছাড়া বাধ্যতামূলকভাবে নিজে দেশে ফিরতে হবে তাদের। একইসঙ্গে পরবর্তীতে ওই দেশে প্রবেশে তাদের উপর নিষেধাজ্ঞা আরোপ করবে সৌদি সরকার।

সৌদি আরবের পাসপোর্ট ডিপার্টমেন্ট জাওয়াযাতের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শ্রমিকদের আবাস নির্দেশনা এবং শ্রম প্রবিধান লঙ্ঘন করা হলে অবশ্যই সাজা ভোগ করতে হবে। নিয়ম ভঙ্গকারীদের আবাস এবং পরিবহন সুবিধাও দেওয়া হবে না। কাজে অনুপস্থিত থাকলে সৌদি আরবের স্থানীয় কর্মীদের জন্যও একই সাজা রয়েছে। সৌদির সব নাগরিক এবং প্রবাসী কর্মীদের ক্ষেত্রে এই নিয়ম কঠোরভাবে নেমে চলা হবে।

সৌদি গেজেটের প্রতিবেদনে জানানো হয়েছে, নিয়মভঙ্গকারীদের ১০ হাজার সৌদি রিয়াল বা প্রায় ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা, ৬ মাসের কারাদণ্ড, পরবর্তী ৫ বছরের জন্য নতুন কাজে যোগদানে নিষেধাজ্ঞা এবং প্রবাসী শ্রমিকদের বাধ্যতামূল দেশে ফেরত পাঠানো হবে। পরবর্তীতে তাদের প্রবেশে নিষেধাজ্ঞাও জারি করা হবে।

সৌদি পাসপোর্ট বিভাগ থেকে আরও জানানো হয়েছে, কাজে অনুপস্থিত প্রবাসী শ্রমিকরা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অ্যাবশের ওয়েবসাইটে কিংবা ৯৮৯ নম্বরে ফোন করে হারুব রেজিস্ট্রেশনের মাধ্যমে তাদের অনুপস্থিত প্রতিবেদনে দিতে পারবেন।

পাঠকের মতামত

মায়ানমারের রাখাইনে জোরালো হচ্ছে দুর্ভিক্ষের আশঙ্কা

যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যে ভয়াবহ খাদ্যসংকট দেখা দিয়েছে। জাতিসংঘের বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) সতর্ক করে বলেছে, ...

এবার গাজার পাশে দাঁড়াল চীন, জাতিসংঘে বললো: ‘গাজা শুধু ফিলিস্তিনিদের!’

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সেশন-এ বক্তব্য রাখেন চীনের জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি ফু কং। তিনি শক্তিশালীভাবে বলেন, ...

মিয়ানমারের জান্তা সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে মারা গেছেন

মিয়ানমারের সাবেক ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মিন্ট সোয়ে বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে ...

বাংলাদেশি কর্মীদের জন্য ‘সুখবর’ দিল মালয়েশিয়া সরকার

মালয়েশিয়ায় কর্মসংস্থানের জন্য বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)-এর মাধ্যমে বাংলাদেশি কর্মীদের জন্য নতুন ...