আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ২৩/১০/২০২৫ ১০:৫১ এএম

মিয়ানমারে চলমান সংঘাতের মাঝেই সামরিক জান্তা মাত্র তিন সপ্তাহে কিয়াউকমে শহর পুনর্দখল করেছে। গত বছর কয়েক মাসের তীব্র লড়াইয়ের পর তাআং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) শহরটি দখল করেছিল। শহরটির নিয়ন্ত্রণ নেওয়াকে বিরোধী পক্ষের জন্য বড় জয় হিসেবে দেখা হয়েছিল।

কিয়াউকমে চীনা সীমান্ত থেকে দেশের অভ্যন্তরে যাওয়ার মূল বাণিজ্য রুট, এশিয়ান হাইওয়ে-১৪-এ অবস্থিত। এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ‘বার্মা রোড’ নামে পরিচিত ছিল।

শহরটি টিএনএলএর দখলে থাকাকালীন সেনাবাহিনী প্রতিদিন বিমান হামলা চালায়। বিমান ও কামান হামলায় শহরের বড় অংশ ধ্বংস হয়। এতে সাধারণ মানুষ আশ্রয় ছাড়া হয়েও, এখন সেনারা শহর পুনর্দখল করায় মানুষ ধীরে ধীরে ফিরে আসছে।

টিএনএলএর মুখপাত্র তার পার্ন লা বিবিসিকে জানান, ‘কিয়াউকমে এবং হিসপাওতে প্রতিদিনই ভারী লড়াই চলছে। এই বছর সেনাবাহিনীর শক্তি বেশি। আমরা হিসপাও রক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছি।’

তবে সামরিক জান্তা ইতিমধ্যে হিসপাওও পুনর্দখল করেছে। এতে তারা চীনা সীমান্তে যাওয়ার মূল সড়কের ওপর আবারও পূর্ণ নিয়ন্ত্রণ ফিরে পেয়েছে।

বিশ্লেষকরা বলছেন, কিয়াউকমের পতন মিয়ানমারের সামরিক ভারসাম্য জান্তার পক্ষে কেমন ঘুরে দাঁড়িয়েছে তার নিদর্শন।

সেনাবাহিনী এই শহরগুলোর নিয়ন্ত্রণ হারানোর পর চীনের সহায়তায় আবারও ফিরে পেয়েছে। তাছাড়া চীন আগামী ডিসেম্বরে মিয়ানমারে হতে যাওয়া নির্বাচনের পরিকল্পনাকেও দৃঢ়ভাবে সমর্থন করেছে।

যদিও এই নির্বাচন নিয়ে অনেক সমালোচনা রয়েছে। কারণ এতে অং সান সু চির নেতৃত্বাধীন ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসিকে বাদ দেওয়া হয়েছে। এই দলই শেষ নির্বাচনে জিতেছিল কিন্তু সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাদের সরকার উৎখাত করা হয়। তাছাড়া মিয়ানমারের অনেক অংশ এখনো গৃহযুদ্ধের মধ্যে রয়েছে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে তুলেছে মিয়ানমার: গাম্বিয়া

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ...

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...