প্রকাশিত: ০৯/১১/২০১৯ ২:৩৩ পিএম

মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

ফাইল ছবি

ঘূর্ণিঝড় ‘বুলবুল’-এর কারণে চলমান জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি)-এর বিজ্ঞান এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি)-এর ইংরেজি পরীক্ষা পেছানো হয়েছে। রুটিন অনুযায়ী সোমবার ১১ নভেম্বর এই দু’টি পরীক্ষা হওয়ার কথা ছিল। বিষয়টি কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) মোহাঃ শাজাহান আলি শিক্ষা মন্ত্রনালয়ের বরাত দিয়ে নিশ্চিত করেছেন।

পরিবর্তিত সূচি অনুযায়ী, নির্ধারিত সময়ে ১৩ নভেম্বর বিজ্ঞান পরীক্ষা এবং ১৬ নভেম্বর ইংরেজি পরীক্ষা হবে। এর আগে শুক্রবার ৮ নভেম্বর গণিত পরীক্ষা পেছানো হয়।

শনিবার অনুষ্ঠেয় জেএসসি’র গণিত পরীক্ষা হবে ১২ নভেম্বর এবং জেডিসির গণিত পরীক্ষা হবে ১৪ নভেম্বর।

প্রসঙ্গত, গত ২ নভেম্বর থেকে সারাদেশে জেএসসি ও জেডিসি পরীক্ষা একযোগে শুরু হয়েছে।

পাঠকের মতামত

সাইবার বুলিংয়ের বিষয়ে  আইনি পদক্ষেপ নেবেন ডাকসু প্রার্থী কক্সবাজারের জুমা

ফাতিমা তাসনিম জুমা, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ...