প্রকাশিত: ১৪/০১/২০১৮ ১০:১২ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৮:০৭ এএম

জসিম মাহমুদ, টেকনাফ ::

 সেন্ট মার্টিনের দক্ষিণ-পশ্চিমে ‘পাথরের বান’ নামক সাগরে সাড়ে পাঁচ ফুট ও ৯১ কেজি ওজনের একটি ভোল মাছ ধরা পড়েছে। উপজেলার সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের শনিবার ভোরে মিস্ত্রিপাড়ার বাসিন্দা হাফেজ আহমদের মালিকানাধীন ট্রলারের বড়শিতে এই মাছটি ধরা পড়ে। পরে বেলা ১টার দিকে মাছটি নিয়ে ট্রলারটি সেন্ট মার্টিন জেটি ঘাটে এসে পৌঁছালে উৎসুক জনতা মাছটি দেখতে ভিড় জমায়।
মাছটি নৌকা থেকে নামিয়ে জেলেরা রশি বেঁধে পানিতে ভাসিয়ে টেনে টেনে সেন্ট মাটিন জেটিতে নিয়ে আসে। জেলেদের কাছ থেকে ৬৮ হাজার টাকায় স্থানীয় মাছ ব্যবসায়ী আবদুল আজিজ মাছটি কিনে নেয়।

ট্রলারের মালিক হাফেজ আহম্মদ বলেন, শুক্রবার বিকেলে আটজন জেলে নিয়ে ট্রলারটি সেন্ট মার্টিন দ্বীপের দক্ষিণ-পশ্চিমে পাথরের বান নামক সাগরে জাল ও বরশি ফেলে। সকালে বরশি তুলে তারা দেখতে পান বড় একটি ভোল মাছ বড়শিতে আটকা পড়েছে। পরে সেন্ট মাটিন জেটিতে তুলে মাছটি ৬৭ হাজার টাকায় বিক্রি করি।

মাছ ব্যবসায়ী আবদুল আজিজ বলেন, সেন্ট মার্টিনে বেড়াতে আসা দেশি-বিদেশি পযর্টকদের খাওয়ানো উদ্দেশ্যে ৯১ কেজির ওজনের একটি ভোল মাছ কিনেছি। বড় মাছ আটকাপড়েছে খবর শুনে পযর্টকরা অনেকে এসে মাছের সঙ্গে সেলফি তুলছেন।

তিনি আরো বলেন, সেন্টমার্টিনে এখন প্রচুর পযর্টক বেড়াতে আসছেন। মাছটি ক্রয় করে দ্বীপের হোটেলগুলোতে বিক্রয় করবেন। রোববার সকালে মাছটি কেটে প্রতি কেজি ৮৫০ টাকা করে বিক্রি করা হবে। এরই মধ্যে বিভিন্ন হোটেলের মালিক ও স্থানীয়রা ৬৭ কেজি মাছ আগাম কিনে নিয়েছেন।

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন বলেন, এ মাছ সাধারনত গভীর সাগরেই পাওয়া যায়। এই মৌসুমে জেলেদের বড়শিতে বড় বড় মাছ আটকা পড়ে। সম্ভবত মাছটি পথ হারিয়ে চলে আসায় জেলের বড়শিতে ধরা পড়েছে

পাঠকের মতামত

নাইক্ষ্যংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এক নারীর পা বিচ্ছিন্ন

শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি :: বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের নিকুছড়ি সীমান্তে মর্মান্তিক মাইন বিস্ফোরণের ...

কক্সবাজারে দুর্ঘটনার পর ট্রেন আটকে বিক্ষোভ, তদন্ত কমিটি গঠন

কক্সবাজারের রামুতে ট্রেনের ধাক্কায় অটোরিকশার পাঁচজন যাত্রী নিহত হওয়ার ঘটনায় কক্সবাজারমুখী পর্যটক এক্সপ্রেস ট্রেন আটকে ...

ইউএনওর ‘স্বাক্ষর জাল করে নিয়োগ’, পদ হারালেন জামায়াত নেতা

লালমনিরহাটের হাতীবান্ধা মডেল কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে জালিয়াতির অভিযোগ উঠেছে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং উপজেলা জামায়াতের ...