প্রকাশিত: ১৯/০৯/২০১৭ ৩:২৯ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১:১৯ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::
মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির বক্তব্যকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন। তিনি বলেন, নির্যাতনের মুখেই মিয়ানমার ছাড়ছে রোহিঙ্গারা। সচিবালয়ে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করতে অক্টোবারের প্রথম সপ্তাহে মিয়ানমার যাচ্ছেন বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। রোহিঙ্গা সংকটের বিষয়টি সু চি শিগগির অনুধাবন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। মন্ত্রী বলেন, এর আগেও বাংলাদেশে আসা রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছিল।

এবারও একইভাবে পাঠানো হবে। সু চির বক্তব্যের জবাবে মন্ত্রী আরও বলেন, বাংলাদেশের মাটিতে বিচ্ছিন্নতাবাদীদের কখনো আশ্রয় দেয়া হয়নি। ভবিষ্যতেও দেয়া হবে না। সংকট সমাধানে বাংলাদেশ শান্তিপূর্ণ সমাধান চায় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সুত্র:ইনডিপেনডেন্ট টেলিভিশন

পাঠকের মতামত

সংকট না কাটলে রোহিঙ্গা প্রত্যাবাসন অসম্ভব, আলোচনা চালাচ্ছে বাংলাদেশ

রোহিঙ্গারা বাংলাদেশ থেকে রাখাইনে ফিরলেই সমস্যার সমাধান হবে না। মিয়ানমারের ভেতরেও অনেক রোহিঙ্গা বাস্তুচ্যুত হয়েছে। ...

ডাকসুর ভিপি সাদিক ও জিএস ফরহাদ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নিটকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ব্যবধানে ...