প্রকাশিত: ১২/১০/২০১৬ ৮:১৩ এএম

feb0c60c7fe3cd3dfac7add94ef0eb24-57fd7ae5d785cনিউজ ডেস্ক::

মিয়ানমারের  দুই নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অপরাধে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, হাফেজ মো. ইউনুস (২৩) ও তার স্ত্রী রোজিয়া বেগম (২০)। তাদের বাড়ি মিয়ানমারের সিত্তে (মুন্ড) জেলার ইয়াংছাং (বুচিদং) থানার বুচিদং ও কাজিংগাপাড়া গ্রামে।

শ্যামনগর থানার উপ-পরিদর্শক আরিফুর রহমান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, এ ঘটনায় উপ-পরিদর্শক আরিফুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

ইউনুস ও তার স্ত্রী রোজিয়া বেগম সাংবাদিকদের জানান, ১৭ দিন আগে তারা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করে। তারা ভারতের হায়দ্রাবাদে অবস্থানরত রোজিয়া বেগমের বড় বোন মোহছিনা বেগমের কাছে যাওয়ার জন্য ভারত সীমান্তবর্তী এলাকায় এসেছিল। সম্প্রতি ইউনুসের বাবা জাফর আহমদকে মিয়ানমারের পুলিশ গুলি করে হত্যা করে। এ কারণে নিজেদের জীবন বাঁচাতে তারা ভারতে যাওয়ার উদ্দেশে ২৫ সেপ্টেম্বর বাড়ি থেকে পালিয়ে আসে। পরে সীমান্ত অতিক্রম করে তারা ভারতে যাওয়ার পথ খুঁজতে থাকে। অজ্ঞাত দুজন ব্যক্তি তাদের শারদীয় দুর্গাপূজার দশমীর দিনে সীমান্ত পার করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে শ্যামনগরে নিয়ে আসে। তবে উপজেলা প্রেসক্লাবের সামনে পৌছে তাদের রেখে ঐ দুজন পারাপারের বিষয়ে যোগাযোগের জন্য যাওয়ার পরই পুলিশ তাদের আটক করে।

পাঠকের মতামত

টেকনাফের রঙ্গীখালী পাহাড়ে বিজিবির অভিযান: বিপুল অস্ত্র ও হ্যান্ড গ্রেনেড উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তবর্তী হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার গহীন পাহাড়ে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র, ...

অন্যের নামে সেন্টমার্টিন ভ্রমণ করা যাবে না, কঠোর অবস্থানে প্রশাসন

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সর্বোচ্চ দুই হাজার পর্যটক প্রবালদ্বীপ সেন্ট মার্টিন ভ্রমণের সুযোগ পাচ্ছেন। ...

রোহিঙ্গা ক্যাম্পে অনুমতিহীন টার্ফ নির্মাণ, নিরাপত্তা ঝুঁকি ও সংঘাতের আশঙ্কা

কক্সবাজারের উখিয়া উপজেলার রোহিঙ্গা শরণার্থী শিবির এলাকায় অত্রযত্র অনুমোদনবিহীন ফুটবল টার্ফ গড়ে উঠছে। প্রয়োজনীয় প্রশাসনিক ...