উখিয়ায় মেম্বার গ্রেফতার: পুলিশি তথ্য গোপনীয়তায় সাংবাদিকদের হতাশা
কক্সবাজারের উখিয়ায় ইউনিয়ন পরিষদের এক মেম্বার গ্রেফতারের ঘটনাকে ঘিরে শুরু হয়েছে নতুন আলোচনা। বিশেষ করে ...
রাজধানীর মহাখালীতে কক্সবাজার থেকে আসা শ্যামলী পরিবহনের একটি বাস থেকে নয় হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
সকলে মহাখালীর রেলগেট এলাকায় এ অভিযান চালানো হয়। আটক করা হয়েছে বাস চালক নূর আলমকে। জব্দ করা হয়েছে বাসটি। Rab কর্মকর্তারা জানান, মাদক চালানের পেছনে যারা রয়েছে তাদের আটকে অভিযান চলছে
র্যাব-২’র কোম্পানি কমান্ডার মহিউদ্দিন ফারুকী বলেন, চালক গাড়ি চালানোর আগে ও পরে ইয়াবা সেবন করে। এছাড়া সে প্রতিনিয়ত বড় বড় চালান নিয়ে আসে।বাস থেকে যেহেতু মালটা উদ্ধার করা হয়েছে তাই আমরা আইন অনুযায়ীই বাস জব্দ করব। মালিক জড়িত আছে কি না সেটা তদন্দ সাপেক্ষে বলা যাবে। আর কারা কারা জড়িত সেটাও বেড়িয়ে আসবে।
পাঠকের মতামত