
হাফেজ মুহাম্মদ কাশেম, টেকনাফ::
শাহপরীরদ্বীপে ৬৫ জনের রোহিঙ্গা বোঝাই নৌকা ডুবির ঘটনায় আরও ২ জন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। ১৭ অক্টোবর মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ২ জন রোহিঙ্গা নারীর লাশ ভেসে আসে। আগের দিন ১৬ অক্টোবর সোমবারের নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত মোট ১৩ জনের লাশ উদ্ধার হয়েছে। এ নিয়ে সর্বশেষ নৌকা ডুবির ঘটনায় উদ্ধারকৃত লাশের মধ্যে ৮ জন নারী, ৫ জন শিশু এবং একজন পুরুষ বলে জানা গেছে। শাহপরীরদ্বীপে নৌকা ডুবির ঘটনায় ১৭ অক্টোবর মঙ্গলবার আরও ২ জন রোহিঙ্গা নারীর লাশ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মইন উদ্দিন খান। উদ্ধার হওয়া রোহিঙ্গা নারী-পুরুষ-শিশুর লাশ স্থানীয়ভাবে দাফন করা হয়েছে।
গত ২৯ আগস্ট থেকে ১৬ অক্টোবর পর্যন্ত নাফ নদী ও সাগরে রোহিঙ্গা বোঝাই ছোট-বড় ২৬টি নৌকাডুবির ঘটনায় ১৮৫ জনের লাশ উদ্ধার করা হল। তাদের মধ্যে ১৮৪ জনই রোহিঙ্গা। অন্য ১জন বাংলাদেশি নৌকার মাঝি।
উল্লেখ্য, টেকনাফ উপজেলায় সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া ভরা খালের ভাঙ্গার মুখ এলাকায় সোমবার ১৬ অক্টোবর ভোররাত ৪টার দিকে নৌকা ডুবির ঘটনাটি ঘটেছিল। রবিবার দিবাগত রাত ১২টার দিকে মিয়ানমারের মংডুর শহরের দংখালী গ্রাম থেকে নৌকাটি ছেড়ে আসে। ওই নৌকায় ৩৫ জন শিশু এবং ৩০ জন বয়স্ক নারী-পুরুষসহ মোট ৬৫ জন রোহিঙ্গা ছিল। নৌকাডুবির পর ৭ জন শিশুসহ ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছিল। এ ঘটনায় উদ্ধার হওয়া রোহিঙ্গাদের মতে এখনও ৩১ রোহিঙ্গা নারী-পুরুষ-শিশু নিখোঁজ রয়েছে।
পাঠকের মতামত