ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৬/০৫/২০২৩ ৫:৪৬ পিএম

রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩৫৬৫ পিস ইয়াবাসহ জাহিদ হোসেন (২৭) নামে একজনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। জব্দ হওয়া ইয়াবার আনুমানিক বাজার মূল্য ১০ লাখ টাকা। আটক জাহিদ কক্সবাজারের টেকনাফ উপজেলার আব্দুল গফুর মিয়ার ছেলে।

শুক্রবার (২৬ মে) সকালে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়। এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. জিয়াউল হক বলেন, শুক্রবার সকালে জাহিদ বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে ঘোরাঘুরি করছিল। এপিবিএনের গোয়েন্দা সদস্যদের কাছে তার আচরণ সন্দেহজনক মনে হলে তার দিকে এগিয়ে যেতেই দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে তাকে আটক করে বিমানবন্দরের এপিবিএন অফিসে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আটক জাহিদ ইয়াবা বহনের কথা স্বীকার করে এবং নিজেই পকেট থেকে ৩৫৬৫ ইয়াবা বের করে দেন।

তিনি আরও বলেন, ২ সপ্তাহের মধ্যে এ নিয়ে ৩ জনকে ইয়াবাসহ বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়েছে।

পাঠকের মতামত

কক্সবাজারে স্বাস্থ্য বিভাগের নিয়োগ, পরীক্ষায় অনুপস্থিত থেকেও উত্তীর্ণ!

কক্সবাজারে স্বাস্থ্য সহকারীসহ বিভিন্ন পদে নিয়োগ পরীক্ষাকে ঘিরে গুরুতর অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। পরীক্ষা ...

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে ৮.৮ ডিগ্রি, টেকনাফে সর্বোচ্চ ৩১

শীতের তীব্রতা বাড়ায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে হাড়কাঁপানো ঠান্ডা অনুভূত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় যশোরে দেশের ...