প্রকাশিত: ২৭/০৮/২০১৬ ১০:০৮ পিএম

mail.google.comএম.বশিরুল আলম,লামাঃ
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতি মন্ত্রী বীর বাহাদুর বলেছেন, জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। শনিবার বিকেলে লামা উপজেলা পরিষদ মিলনায়তনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নাশকতা বিরোধী  ও আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় মহা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। মন্ত্রী বলেন, কোন ধর্মে মানুষ হত্যার বিধান নেই, তিনি প্রসঙ্গ টেনে বলেন, মহাগ্রন্থ আল কোরআন-এ সারা পৃথিবী ও সকল মানুষের জন্য শান্তি ও কল্যাণের কথা বলা হয়েছে।

অনুষ্ঠানে বক্তারা আরো বলেন, যারা মানুষ হত্যা করেছে তারা ইসলাম ও মানবতার শত্রু। ১৯৭৫ সালে পরাজিত শক্তি জাতির জনককে হত্যা করে দেশের স্বাধীনতা ও গনতন্ত্র ধ্বংসের অপচেষ্টা করেছিল। ২০১৩ সালে পেট্টোলবোমা মেরে তিন বারের সফল প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্থ করার চেষ্টা চালিয়েিেছল। এর আগে জঙ্গিরা যশোরের উদিচির অনুষ্ঠানে, রমণার বটমূলে, ২০০৪ সালে দেশ ব্যপি সিরিজ বোমা হামলা ও সর্ব শেষ গুলশান ও শোয়ালাকিয়ায় হামলার মাধ্যমে তাদের অস্তিত্বের জানান দেয়। বক্তারা বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজদের কোন দল নেই। এসব সন্ত্রাসী মদদদাতাদের প্রতিরোধ করতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধ ভাবে এগিয়ে আসতে হবে।

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়, আলীকদম জোন কমান্ডার লে: কর্ণেল সারোয়ার হোসেন পি.এস.সি, ৫৭ বিজিবি অধিনায়ক, লে: কর্ণেল হোসাইন রেজা পি.এস.সি, আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, সদস্য শফিকুর রহমান, বান্দরবান জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাস, সদস্য মোজাম্মেল হক বাহাদুর, লামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মো: ইসমাইল, সাবেক ছাত্র নেতা পৌর মেয়র মো: জহিরুল ইসলাম, জেলা সন্ত্রাস বিরোধী কমিটির সাধারণ সম্পাদক একে এম জাহাঙ্গীর আলম প্রমুখ।

সমাবেশ শেষে সন্ধ্যায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে ১০ জন মা’কে মাতৃত্বকালীন ভাতার চেক প্রদান করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী বীর বাহাদুর। এসময় তিনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, ব্যক্তি ও ছাত্রছাত্রীদের মাঝে উপবৃত্তিসহ সরকারি অনুদানের চেক ও হাতির আক্রোমনে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউ টিন বিতরণ করেন।

এর আগে কলেজ সরকারি করায় মাতামুহুরী ডিগ্রি কলেজের ছাত্রছাত্রীরা মন্ত্রীকে ফলেল শুভেচ্ছা জানায়।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...