প্রকাশিত: ০১/০২/২০১৭ ৮:৫০ এএম

এম.বশিরুল আলম,লামাঃ

লামা উপজেলা কানুনগো অফিসের চেইনম্যান জসিম উদ্দিন প্রায় এক যুগ ধরে লামায় চাকুরীরত থেকে দুর্নীতিতে নিমজ্জিত হয়ে পড়েছে। জমি-দাতা গ্রহীতাদের থেকে মোটাংকের টাকার বিনিময়ে ফাইল তদবির করার নামে অর্থ হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এই কর্মচারীর বিরুদ্ধে লিখিত ও মৌখিক একাধিক অভিযোগ হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নিচ্ছেন না বলে জানাযায়। উপজেলার সরই ইউনিয়নের বাসিন্দা নুরুল হুদা জানান, প্রায় ৪ বছর আগে এই কর্মচারী একটি মিস কেইচ ফাইলের কাজ করার শর্তে ১০ হাজার টাকা, ৩০৫নং গজালিয়া মৌজার বাসিন্দা ছাথোয়াই মার্মার কাছ থেকে ৩ বছর পূর্বে ৭ হাজার টাকা, ৩০৭ নং মৌজার বাসিন্দা মোহাম্মদ আলীর কাছ থেকে ২ বছর পূর্বে ৮ হাজার টাকা, আজিজ নগরের বাসিন্দা প্রতিবন্দি মো.শিব্বিরের কাছ থেকে ৬ বছর পূর্বে ৮ হাজার টাকা গ্রহন করে অদ্যবদি তাদের কোন কাজ করে দিতে পারেনি। ইতোপূর্বে অভিযোগকারীরা লামা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জসিম উদ্দিনের দুর্নীতির বিষয়ে জানালে নির্বাহী কর্মকর্তার কাছ থেকে কোন সদুত্তোর না পেয়ে জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ করেন। এদিকে চেইনম্যান জসিম উদ্দিন দাবী করেন, অভিযোগকারী এসব লোকজনকে সে চিনেনা এবং তাদের সাথে কোন লেনদেন হয়নি।

উক্ত চেইনম্যানের বেপরোয়া আচরণে অতিষ্ট ভুক্তিভোগিরা কর্তৃপক্ষের হস্তক্ষেপসহ প্রতিকার দাবী করেছেন।

পাঠকের মতামত

কুতুপালং পশ্চিমপাড়ায় পরিচয় যাচাইহীন রোহিঙ্গা ভাড়া, বাড়ছে শঙ্কা

মিয়ানমারের রাখাইনে আরাকান আর্মি ও সেনা জান্তার সংঘর্ষে প্রাণ বাঁচাতে রোহিঙ্গাদের অনুপ্রবেশ অব্যাহত রয়েছে। সীমান্ত ...

রোহিঙ্গা ক্যাম্পের মানবিক কার্যক্রম পর্যবেক্ষণে ইউনাইটেড নেশন টিম

কক্সবাজারের উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ইউনাইটেড নেশন ফোরাম বাংলাদেশ স্টাডি প্রোগ্রাম (BSP) এর ...

কক্সবাজারে বাল্যবিবাহ প্রতিরোধে ধর্ম ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ

কক্সবাজারে বাল্যবিবাহ শূন্যের কোটায় নামিয়ে আনার লক্ষ্যে অনুষ্ঠিত হলো “বাল্যবিবাহ প্রতিরোধে করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় নেতৃবৃন্দের ...