প্রকাশিত: ০৭/১০/২০১৭ ১১:০১ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১২:৩৪ পিএম

উখিয়া নিউজ ডেস্ক::rohi
মিয়ানমার থেকে পালিয়ে আসা ৮ লাখের বেশি রোহিঙ্গার জন্য বাংলাদেশে যে বিশাল শরণার্থী ক্যাম্প নির্মাণের পরিকল্পনা করেছে তা বিপজ্জনক হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা।

তিনি বলেছেন, এক স্থানে মাত্রাতিরিক্ত মানুষ বসবাসের ফলে নানা ধরণের মরণঘাতী রোগ দ্রুত মহামারি আকারে দেখা দিতে পারে।

শনিবার বার্তা সংস্থা এএফপিকে এ কথা বলেন ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়ক রবার্ট ওয়াটকিনস।

গত ২৫ আগস্ট মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতন সহ্য করতে না পেরে চার লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এছাড়া গত চার দশকের বিভিন্ন সময়ে বাংলাদেশ এসেছে প্রায় চার লাখ রোহিঙ্গা। যাদের বেশির ভাগ আশ্রয় নিয়েছেন সীমান্তবর্তী জেলা কক্সবাজারের কুতুপালংয়ে।

বাংলাদেশ সরকার নতুন করে আসা রোহিঙ্গাদের জন্য কুতুপালংয়ে বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প তৈরির পরিকল্পনা করেছে।

কিন্তু রবার্ট ওয়াটকিনস এক স্থানে এ ক্যাম্প তৈরি বিপদজনক মন্তব্য করে বলেছেন, বাংলাদেশের উচিত রোহিঙ্গাদের জন্য নতুন স্থানে ক্যাম্প নির্মাণ করা।

তিনি বলেন, বিপুল সংখ্যক মানুষ ছোট এলাকায় রাখা বিপজ্জনক; বিশেষ করে তাদের মধ্যে যদি মুহূর্তে রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কা থাকে।

তিনি বলেন, তাদের মধ্যে যদি কারো ছোঁয়াচে রোগ থাকে তা দ্রুত ছড়িয়ে পড়তে পারে। এছাড়া সেখানে আগুন লাগার ঝুঁকি রয়েছে। আর যদি তাদের একাধিক জায়গায় রাখা হয় তাহলে একদিকে তারা যেমন নিরাপদের থাকবে তেমনি তাদের দেখাশুনা করাও সহজ হবে।

তবে বাংলাদেশের কর্মকর্তারা বলছেন, নতুন এই ক্যাম্পের কারণের শরণার্থীদের ত্রাণ ও নিরাপত্তা দেওয়া সহজ হবে।

পাঠকের মতামত

রোহিঙ্গাদের জীবন দুর্বিষহ করে তুলেছে মিয়ানমার: গাম্বিয়া

রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) মিয়ানমারের বিচার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার ...

৫ বছর পর জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ শুরু জান্তাশাসিত মিয়ানমারে

অবশেষে পার্লামেন্ট নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে বাংলাদেশের প্রতিবেশী মিয়ানমারে। ২০২১ সালে সামরিক বাহিনী ক্ষমতা দখলের ...

মিয়ানমারে জনগণকে ভোট দিতে বাধ্য করতে ‘নৃশংসতা’ চালাচ্ছে জান্তা: জাতিসংঘ

মিয়ানমারের জান্তা আসন্ন সেনা-নিয়ন্ত্রিত নির্বাচনে জনগণকে ভোট দিতে বাধ্য করতে সহিংসতা চালাচ্ছে এবং ভয়ভীতিও প্রদর্শন ...

দিল্লির পর কলকাতাতেও বাংলাদেশ উপদূতাবাসের সামনে বিক্ষোভ

ভারতের নয়াদিল্লির পর এবার কলকাতায় বাংলাদেশের উপদূতাবাসের (ডেপুটি হাইকমিশন) সামনে বিক্ষোভ করেছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। মঙ্গলবার ...

ওসমান হাদি হত্যাকাণ্ডের নিন্দা জাতিসংঘ মহাসচিবের, বিচার নিশ্চিতের আহ্বান

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডের ঘটনায় নিন্দা জানিয়েছেন জাতিসংঘের ...