ডেস্ক নিউজ
প্রকাশিত: ১৬/১০/২০২৩ ৮:৪২ এএম

টেকনাফে রোহিঙ্গা শ্রমিক নিয়ে শোভাযাত্রা ও পিকনিক করলেন আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি।

রবিবার ( ১৫ অক্টোবর) দুপুরে টেকনাফ উপজেলা ভ‍্যান চালক শ্রমিক সমিতি উদ‍্যোগে শোভাযাত্রা ও পিকনিকে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি। এসময় সংগঠনের ১২০ জন সদস্য শোভাযাত্রায় যোগদান করে। এ ১২০ জন সদস্যের মধ্যে ২০ জন তালিকাভুক্ত রোহিঙ্গা রয়েছে বলে জানান সংগঠনের এক নেতা।

সেই নেতা জানান, শোভাযাত্রা টি টেকনাফ বাস স্টেশন থেকে শুরু করে মেরিন ড্রাইভ দিয়ে সমুদ্র সৈকতে গিয়ে পিকনিকে মিলিত হয়।

নাম অপ্রকাশের অনিচ্ছুক সংগঠনের সেই নেতা বলেন, আমাদের টেকনাফ উপজেলা ভ‍্যান চালক শ্রমিক সমিতির উদ‍্যোগে শোভাযাত্রা ও পিকনিকের আয়োজন করা হয়। এ আয়োজনে আব্দুর রহমান বদি প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। এ সময় আমাদের সাথে শ্রমিকের কাজ করে অনেক রোহিঙ্গাও উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা ও পিকনিকে অংশ নেওয়া শ্রমিক রাশেদ আহমদ জানান, পিকনিকে আমাদের সাথে অনেক রোহিঙ্গা ছিল। মৌছনি ক্যাম্পের বাসিন্দা রোহিঙ্গা হাসান, রোহিঙ্গা হাফিজ আহমদ, রোহিঙ্গা, মোহাম্মদ ছিদ্দিক সহ অনেকে রোহিঙ্গা অংশ নেয়।

রোহিঙ্গা শ্রমিক নিয়ে শোভাযাত্রা ও পিকনিক করায় স্থানীয় বাসিন্দা মোহাম্মদ শাহ আলম ক্ষোভ প্রকাশ করে জানান, বাংলাদেশীদের চেয়ে রোহিঙ্গাদের প্রতি আদর বেশি বদির। কই আমাদের স্থানীয় দিনমজুরি দের কে নিয়ে তো তেমন কিছু করে না। শুধু রোহিঙ্গা নিয়ে পড়ে থাকেলে হবে?

এ বিষয় আব্দুর রহমান বদির সাথে মুঠো ফোন যোগাযোগ করা জন্য কল দিলে তাঁর ফোন বন্ধ পাওয়া যায়।

পাঠকের মতামত

এমএসএফের প্রতিবেদন৮৪% রোহিঙ্গার আশঙ্কা—মিয়ানমারে ফেরা নিরাপদ নয়

ডক্টরস উইদাউট বর্ডারস/মেডিসিনস স্যান্স ফ্রন্টিয়ারস (এমএসএফ)-এর নতুন একটি প্রতিবেদনে দেখা যাচ্ছে যে, মিয়ানমারে চরম সহিংসতার ...