প্রকাশিত: ২৪/০৫/২০২০ ৯:১৬ পিএম , আপডেট: ২৪/০৫/২০২০ ৯:১৭ পিএম

ডেস্ক রিপোর্ট ::
কক্সবাজারের টেকনাফে মিনাবাজার এলাকা থেকে অপহৃত শাহ মোহাম্মদ শাহেদ (২৬) নামে আরও এক বাংলাদেশিকে কৃষককে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা ডাকাতরা। হত্যার পর শাহেদের মরদেহ পুতে ফেলে। সেই জায়গা থেকে মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৪ মে) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ।

নিহত শাহ মোহাম্মদ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী এলাকার মোহাম্মদ হোসাইনের ছেলে। সে পেশায় কৃষক ছিলেন বলে জানা গেছে।

নিহত শাহ মোহাম্মদের ভাই মো. সাইফুল ইসলাম বলেন, গত ২৮ দিন আগে খেত থেকে আমার ভাইসহ তিনজনকে অপহরণ করে রোহিঙ্গা ডাকাতরা। তারপর থেকে ২০ লাখ টাকা মুক্তি দাবি করে আসছিল। কিছুদিন পর একজনকে গুলি করে হত্যা করা হয়। বাকি ছিল আমার ভাইসহ দুইজন। তার মধ্যে ইদ্রিস নামে একজন ফিরে এলেও আমার ভাই গুলি করে হত্যা করেছে বলে ইদ্রিস জানিয়েছে।

পুলিশ জানায়, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক মো. মশিউরের নেতৃত্ত্বে একদল পুলিশ গিয়ে রোহিঙ্গা ডাকাতদের পুতে রাখার স্থানের মাটি কুড়ে শাহেদের লাশ উদ্ধার করে।

পাঠকের মতামত

চট্টগ্রামে ছাত্রদল ও যুবদলের সঙ্গে শিবিরের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২০

চট্টগ্রামে এক যুবককে থানায় নেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল নেতা-কর্মীদের সাথে শিবিরের নেতা-কর্মীদের সংঘর্ষ ...

কক্সবাজারসহ পাঁচ জেলায় পদযাত্রায় নামছে এনসিপি, হামলার শঙ্কা

চট্টগ্রামসহ পাঁচ জেলায় পদযাত্রা নামছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামীকাল শনিবার (১৯ জুলাই) কক্সবাজারে পদযাত্রার ...