ডেস্ক নিউজ
প্রকাশিত: ২৯/০১/২০২৪ ১০:০৪ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে মোহাম্মদ ইয়াছিন (৩০) নামে এক রোহিঙ্গা যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। হয়ে। গুলি করার আগে কেটে নেওয়া হয়েছে তার হাত ও পা।

রোববার (২৮ জানুয়ারি) রাত ১০ টার দিকে উখিয়ার ১৫ নম্বর ক্যাম্পে এই ঘটনা ঘটে। নিহত ইয়াছিন ওই ক্যাম্পের ‘সি’ ব্লকের বাসিন্দা।

স্থানীয় রোহিঙ্গারা জানিয়েছেন, রাত ১০টার দিকে বাসার সামনে এসে ইয়াসিনের ওপর হামলা চালায় একদল অস্ত্রধারী। এ সময় অস্ত্রধারীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় পড়ে যান ইয়াসিন। পরে অস্ত্রধারীরা ধারালো দা দিয়ে প্রথমে তার হাত কেটে নেয়। এরপর হাটুর ওপর থেকে কেটে বিচ্ছিন্ন করে কেটে ফেলে একটি পা। হাত-পা কেটে মৃত্যু নিশ্চিত করার পর চলে যায় অস্ত্রধারীরা। এই ঘটনায় পুরো ক্যাম্পজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়েছে।

জানা গেছে, নিহত ইয়াছিনের বড় ভাই মৌলভী মনজুর রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) নেতা। ১৫ নম্বর ক্যাম্পে মৌলভী মনজুরের নেতৃত্বে আরএসও সক্রিয় রয়েছে। আরএসওর উত্থানের কারণে ওই ক্যাম্পে বেকাদায় পড়ে গেছে আরসা। মূলত বড়ভাই মৌলভী মনজুরকে খুঁজতে এসে তাকে না পেয়ে বিভৎসভাবে ছোটভাইকে খুন করে ক্ষোভ ঝেড়েছে প্রতিপক্ষরা।

বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএন-৮ এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) আমির জাফর।

তিনি বলেন, একদল অস্ত্রধারী হামলা চালিয়ে ওই যুবককে হত্যা করে। তবে কারা হামলা চালিয়েছে সেই বিষয়ে এপিবিএন এখনো নিশ্চিত হতে পারেনি।

পাঠকের মতামত

ড. ইউনূসের বিরুদ্ধে মামলার বাদী এখন কক্সবাজার দুদকের উপ-পরিচালক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ড. মুহাম্মদ ইউনূস ও গ্রামীণ টেলিকমের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে দুর্নীতির ...

দৈনিক জনকণ্ঠের রিপোর্ট রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় প্রাইভেট হাসপাতালগুলোর সরকারি লাইসেন্স নেই, তদন্ত টিমের পরিদর্শন

রোহিঙ্গা অধ্যুষিত এলাকা উখিয়ায় ১৫টি ক্লিনিক হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টার চলছে অনুমতি বিহীন। সরকারিভাবে কোন ...

উখিয়ায় র‌্যাব পরিচয়ে অপহরণ, ইউনিফর্ম, অস্ত্র-গুলি ও হাতকড়াসহ আটক ১

কক্সবাজারের উখিয়ায় র‌্যাব পরিচয়ে রোহিঙ্গা যুবককে অপহরণ, মুক্তিপণ আদায়ের চেষ্টা এবং প্রতারণার অভিযোগে একটি সংঘবদ্ধ ...