সাজেক যাওয়া হলোনা দুই ভাইয়ের, বাইক দুর্ঘটনায় মৃত্যু
চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ...
সরওয়ার আলম শাহীন, উখিয়া নিউজ ডটকম::
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছেছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১ টার দিকে কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে সড়ক পথে দুপুর দেড়টার দিকে উখিয়া উপজেলা কুতুপালং ট্রানজিট ক্যাম্পে যান। সেখানে নতুন করে আসা নির্যাতিত রোহিঙ্গাদের সঙ্গে তিনি কথা বলেন। এ সময় আন্তবর্তী কালিন কেন্দ্র ও ট্রানজিট ক্যাম্প অফিস পরিদর্শন করেন। তিনি পরে উখিয়ার বালুখালী-১ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আওএম) এর হাসপাতাল পরিদর্শন করবেন। পরে তার উখিয়ার বালুখালী-২ রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন দাতা সংস্থার কার্যক্রম পরিদর্শন করার কথা রয়েছে। এ সময় তার সাথে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সহ অন্যান্য কর্মকতারা।
পাঠকের মতামত