প্রকাশিত: ২১/১১/২০১৭ ৭:৫৫ এএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ১০:৪৮ এএম

উখিয়া নিউজ ডেস্ক::

রোহিঙ্গা ইস্যুতে আন্তর্জাতিক মহলকে বাইরে রেখে মিয়ানমারের সঙ্গে দ্বিপক্ষীয় চুক্তি করলে বাংলাদেশ ক্ষতির মুখে পড়বে বলছেন বিশ্লেষকরা। সমঝোতায় বিশ্বসমাজ না থাকলে মিয়ানমারকে বশে আনা কঠিন হবে। পাশাপাশি ১৯৯২ সালের মতো চুক্তি হলে সমস্যার স্থায়ী সমাধান হবে না বলেও মনে করেন তারা।

রোহিঙ্গা ইস্যুতে সম্প্রতি ঢাকা সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলীর ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। সংকট সমাধানে মধ্যস্থতার আগ্রহ দেখান চীনের পররাষ্ট্রমন্ত্রী। কিন্তু আন্তর্জাতিক নয়, বেইজিংয়ের আগ্রহ দ্বিপক্ষীয় সমঝোতায়। বিশ্লেষকরা বলছেন, চীন তার স্বার্থ মাথায় রেখেই এ ধরনের চুক্তিতে গুরুত্ব দিচ্ছে। মিয়ানমার রয়েছে দেশটির বিশাল বিনিয়োগ।

আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে শুধু চুক্তি নয় রোহিঙ্গাদের নাগরিকত্বসহ সংকটের স্থায়ী সমাধানের ওপর গুরুত্ব দেন এই অভিবাসন বিশ্লেষক।

মিয়ানমারের নেত্রী অং সান সু চির দপ্তরের মন্ত্রী চ টিন শোয়ে ঢাকা সফরে রোহিঙ্গাদের ফিরিয়ে নেয়ার ঘোষণা দেন। কিন্তু ঘোষণার দেড় মাস পরও বন্ধ হয়নি রোহিঙ্গা শ্রোত।

২৫ অগাষ্ট রাখাইনে সেনা অভিযান শুরুর পর, বাংলাদেশে আশ্রয় নিয়েছে ৬ লাখের বেশি রোহিঙ্গা। আগে থেকে আছে আরো চার লাখ রোহিঙ্গা।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...