প্রকাশিত: ২০/০৩/২০১৮ ৯:৪৭ পিএম , আপডেট: ১৭/০৮/২০১৮ ৫:১২ এএম

ফারুক আহমদ,উখিয়া নিউজ ডটকম:;

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গা অধ্যুষিত ক্ষতিগ্রস্থ কৃষকদের পূর্নবাসন করার লক্ষ্যে মাইক্রো-গার্ডেনিং কিটস বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তবে অতিরিক্ত সচিব ও আরআরআরসি মো: আবুল কালাম বলেছেন,প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে অধিক সবজি উৎপাদন করে দেশে পুষ্টির চাহিদা মেটাতে চাষীদেরকে এগিয়ে আসতে হবে। এ জন্য সরকারের পাশাপাশি আর্ন্তজাতিক সংস্থা প্রান্তিক চাষীদেরকে আধুনিক যন্ত্রপাতিসহ বিনামূল্যে সার,বীজ,কীটনাশক বিতরনে এগিয়ে আসছে।

উপজেলা পরিষদ চত্বরে আর্ন্তজাতিক খাদ্য ও কৃষি সংস্থা (এ এফ ও) এবং কৃষি সম্প্রসারন অধিদপ্তর আয়োজিত অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন,যথাক্রমে কক্সবাজার কৃষি সম্প্রসারন বিভাগের উপ-পরিচালক একে এম শাহ রীয়ার আর্ন্তজাতিক অভিবাসন সংস্থা (আই ও এম) ইমারজেন্সি প্রোগ্রামের কো- অর্ডিনেটর ম্যানুয়েল প্যারেইয়া, এফএও কো-অর্ডিনেটর পিটার এগ্রিট ও রাজা পালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী। উখিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মো: একরাম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্টানে স্বাগতম বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো: শরিফুল ইসলাম।

ইমারজেন্সি নিউট্রিশন এ্যান্ড ফুড সিকিউরিটি ইন্টারভেশন ফর পিপলস এফেক্টেড বাই দ্যা রিফুজি ক্রাইসিস কক্সবাজার এর সহযোগিতায় এ উখিয়া উপজেলার ৫টি ইউনিয়নের ১৬ হাজার ২ শত ২৫ জনকে কৃষকদের মাঝে বিভিন্ন প্রকারের কৃষি উপকরণ বিতরন করা হয়।

পাঠকের মতামত

কক্সবাজার বিমানবন্দরে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো এয়ারএস্ট্রার ফ্লাইট!

কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে কুকুরের সঙ্গে ধাক্কা লেগেও বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এয়ারএস্ট্রা এয়ার লাইন্সের ...