প্রকাশিত: ০৭/০৭/২০২০ ৮:৩২ পিএম

করোনা টেস্টের জাল সনদ সরবরাহ এবং চিকিৎসায় অতিরিক্ত টাকা আদায়সহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে রাজধানী উত্তরায় রিজেন্ট হাসপাতাল সিলগালা করে দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অনিয়মের অভিযোগে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ শাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলমের উপস্থিতিতে মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে হাসপাতালটি সিলগালা করা হয়। এ সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম বলেন, প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আসা অভিযোগের সত্যতা পাওয়ায় সিলগালা করে দেয়া হয়েছে। এছাড়া মিরপুরের রিজেন্ট হাসপাতালও সিলগালা করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

সারোয়ার আলম জানান, ৬ হাজারের বেশি নমুনা সংগ্রহ করে ভুয়া রিপোর্ট দিয়েছে হাসপাতালটি। চুক্তি অনুযায়ী বিনামূল্যে চিকিৎসার কথা থাকলেও তারা লাখ লাখ টাকা বিল করেছে। অন্য যেকোনো হাসপাতাল এ ধরনের অনিয়ম করলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে বলেও জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

এর আগে, বিকেল তিনটার দিকে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে অভিযান চালায় র‌্যাব। বিকেল ৩টার পর এ অভিযান শুরু হয়। অভিযানের শুরতেই রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের গাড়ি জব্দ করা হয়।

এরপর র‌্যাবের অভিযানে করোনা পরীক্ষার অনুমোদনহীন কিট উদ্ধার করা হয়। তবে, প্রধান কার্যালয়ে অভিযান চালানো হলেও পলাতক রয়েছেন গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ।

পাঠকের মতামত

সেভেন সিস্টার্সকে সংযোগকারী ভারত-মিয়ানমারের কালাদান প্রকল্প চালু হবে ২০২৭ সালে

ভারতের উত্তর-পূর্বাঞ্চল ও মিয়ানমারের মধ্যে যোগাযোগ বাড়াতে নেওয়া কৌশলগত ‘কালাদান মাল্টিমোডাল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রকল্প’ ২০২৭ ...

ডিজিএফআইয়ের সাবেক ডিজি হামিদুলের ৪০ কোটি টাকা অবরুদ্ধ

বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডাইরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্সের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক ও ময়মনসিংহ ক্যান্টনমেন্টের ...