প্রকাশিত: ১৯/০৮/২০১৬ ৬:১৭ পিএম

IMG20160819165112অাবুল কাশেম সাগর,রামু
কক্সবাজারের টেকনাফ সড়কের রামু ক্রসিং হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে ১টি টেকনাফ সরাসরি স্পেশাল বাস চালকসহ ১৩ হাহার ৬০০শ হাজার ইয়াবা অাটক করেছে। শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রামু ক্রসিং হাইওয়ে থানার ওসি অাবুল কালাম অাজাদের নেতৃেত্বে এসব মাদকদ্রব্য ইয়াবা ও বহনকারী গাড়িসহ চালককে অাটক করা হয়।
পুলিশ কর্মকর্তা অাবুল কালাম অাজাদ জানান, কক্সবাজার মূখী গাড়ি নং কক্সবাজার জ ১১-০১০৭ করে একটি ইয়াবার চালান যাওয়ার সংবাদ পেয়ে অভিযান চালায়। এ সময় গাড়ির ভেতরে কৌশলে লুকিয়ে রাখা ১৩ হাজার ৬০০শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এসময় গাড়ি চালক টেকনাফের জালিয়া পাড়া গ্রামের হাজী ছব্বির অাহমদের ছেলে জালাল অাহমদ ( ৩৫) কে অাটক হয়। ওই সময় পুলিশের অভিযান টের পেয়ে ওই গাড়ির দুই সহকারী (হেলপার) পালিয়ে যায়। অাটক চালককে জিঙ্গাসাবাদ করে তাদেরকে ও অাটক করা চেষ্টা করছে পুলিশ । এব্যাপারে সংশ্লিষ্ট ধারায় মামলার দায়ের করো অাটক চালককে রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

পাঠকের মতামত

মানবপাচার মামলার চার্জশীট থেকে বাদ যেতে মরিয়া টেকনাফের সাব্বির আহমদ সবুয়া

টেকনাফ পৌরসভার ৩নং ওয়ার্ডের কায়ুকখালী পাড়ার আলোচিত ইয়াবা ডন ও মানবপাচারকারী সাব্বির আহমদ প্রকাশ সবুয়া ...

কারাগার থেকে বের হয়ে আবারো রোহিঙ্গা ক্যাম্পে অপরাধ ও ইয়াবা নিয়ন্ত্রণে নবী হোসেন গ্রুপ

রোহিঙ্গা ক্যাম্পের আলোচিত নবী হোসেন কারাগার থেকে বের হয়ে ফের বেপরোয়া হয়ে উঠেছে। তার বাহিনীর ...

শিবিরের প্যানেলে জায়গা পেয়ে যা বললেন সর্ব মিত্র চাকমা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে অন্তর্ভুক্তিমূলক প্যানেল ঘোষণা করেছে ইসলামী ছাত্রশিবির। ...